খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: ‘চরম নগ্নতা’! আর সেই কারণে ফেসবুকের ওয়াল থেকে মুছে দেওয়া হল প্রায় ৩ হাজার বছর আগের “ভেনাস অফ উইলেনডর্ফ”। বর্তমানে ভিয়েনার ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামে রয়েছে ইতিহাস জড়িয়ে থাকা এই মূর্তি।
২০১৭ সালের ডিসেম্বর মাসে ইতালিয় শিল্প আন্দোলনকারী লরা ঘিয়ান্দা “ভেনাস অফ উইলেনডর্ফ”-এর একটি ছবি ইন্টারনেটে প্রকাশ করেন। এরপর থেকে নানারকম বিতর্ক শুরু হয়। এই ছবি দেওয়ার কয়েকদিনের মধ্যেই ওয়াল থেকে সরিয়ে দেয় ফেসবুক। এই ঘটনায় চরম ক্ষুব্ধ লরা।
তিনি বলেন, “এই মূর্তি কোনওভাবেই তো পর্নোগ্রাফিক নয়। মানব সংস্কৃতি এবং আধুনিক সমাজ এটা ওয়াল থেকে মুছে দেওয়ার যে সিদ্ধান্ত ফেসবুক নিয়েছে তা মোটেই গ্রহণ করবে না”। লরার সঙ্গে গলা মিলিয়েই ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম কর্তৃপক্ষও জানায়, আমরা মনে করি এটি একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শণ। বিশেষত এমন একটা আইকনিক মূর্তিকে কেবল নগ্নতা হিসাবে মনে করা।
জাদুঘর কর্তৃপক্ষের আরও দাবি, “ভেনাসকে নগ্ন হতে দিন! শরীরে একটা সুতোও না থাকা এই নারী মূর্তি বিগত ২৯,৫০০ বছর ধরে প্রাগৈতিহাসিক উৎপাদন ক্ষমতার প্রতীক হয়ে রয়েছেন। আর ফেসবুক কি না সেই মূর্তিকে সেন্সর করছে!” আর তা নিয়েই শুরু হয়েছে জোর বিতর্ক। প্রশ্ন উঠতে শুরু করেছে ফেসবুকের নীতি নিয়েও। যদিও শেষমেশ বিতর্কের মধ্যে পড়ে ছবিটি ফের ফেসবুক ফিরিয়ে দিয়েছে। শুধু তাই নয়, এই ঘটনার জন্যে ক্ষমাও চেয়েছে তারা।
খবর২৪ঘণ্টা.কম/রখ