1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
সঞ্জয় লীলা বনসালীকে ফিরিয়ে দিলেন বলিউডের এই অভিনেতা - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ০৫ জানয়ারী ২০২৫, ১০:৫৩ পূর্বাহ্ন

সঞ্জয় লীলা বনসালীকে ফিরিয়ে দিলেন বলিউডের এই অভিনেতা

  • প্রকাশের সময় : সোমবার, ১৯ ফেব্ুয়ারী, ২০১৮
khobor24ghonta.com

খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্ক: সঞ্জয়লীলা বনসালীকে ফিরিয়ে দিলেন বলিউডের এক প্রথম সারীর অভিনেতা৷তাও আবার একটি নয়, একসঙ্গে দুটি ছবির গল্পকে ফিরিয়ে দিলে এই সুপাস্টার৷

যে পরিচালকের সঙ্গে কাজ করতে বলিউডের তাবড় তাবড় অভিনেতারা মুখিয়ে তার অফার ফিরিয়ে দিলেন বলিপাড়ার এই অভিনেতা৷

রামলীলা, বাজিরাও মাস্তানী, পদ্মাবত একের পর এক সঞ্জয়লীলা বনসালী পরিচালিত সিনেমা বলিউডের সৃষ্টি করেছে একাধিক রেকর্ড৷সেই পরিচালকের সঙ্গে একসময় কাজ করেছিলেন শাহরুখ খান ও৷ দেবদাস সিনেমা শাহরুখ খানের কেরিয়ারের অন্যতম হিট সিনেমা৷

২০০২ সালে এই সিনেমার পর দীর্ঘদিন সঞ্জয়লীলা বনসালীর সঙ্গে কোন কাজ করেননি কিং খান৷ শোনা গিয়েছিল ২০১৭ সালে সঞ্জয় লীলা বনসালী শাহরুখ খানকে দুটো চিত্রনাট্য দিয়েছিল অন্তত একটিতে তিনি যাতে কাজ করেন৷ কিন্তু সূত্রের খবর, আপাতত সঞ্জয়লীলা বনসালীর সঙ্গে কাজ করতে পারবেন না বাদশাহ খান৷


khobor24ghonta.com

যদিও এর জেরে দুই শিল্পীর মধ্যে বন্ধুত্বপূর্ণ যে সম্পর্ক ছিল তাতে বিন্দুমাত্র আঁচ পড়েনি বলে জানা গেছে৷ দুজনেই তাদের প্রফেশ্যনাল জায়গা থেকে নিজেদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থেকে দুরেই রেখেছিলেন ফলে এই কারনে তাদের দুরত্ব বাড়েনি৷

আপাতত শাহরুখ ব্যস্ত তার আগামী ছবি আনন্দ এল রাই পরিচালিত জিরো সিনেমার শ্যুট নিয়ে৷ ছবিতে শাহরুখ ছাড়াও অভিনয় করছেন বলিউডের দুই ডিভা ক্যাটরিনা কাইফ এবং অনুষ্কা শর্মা৷ছবিটি মুক্তি পাবে চলতি বছরের ডিসেম্বরের ২১ তারিখ৷

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST