নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাই কমিশন অফিসের দায়িত্ব গ্রহণ করেছেন নব নিযুক্ত সহকারী হাই কমিশনার সঞ্জিব কুমার ভাট্টি। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বেসরকারী একটি বিমানে রাজশাহী শাহমখদুম বিমানবন্দরে এসে পৌছালে তাকে স্বাগত জানান সহকারী হাই কমিশন অফিসের কর্মকর্তা ও সাংবাদিকরা। পরে রাজশাহী সিটি কর্পেরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের পক্ষে তাকে ফুলেল শুভেচ্ছা জানান, প্যানেল মেয়র সরিফুল ইসলাম বাবু ও কাউন্সিলর বৃন্দ। বিমানবন্দরে এক প্রতিক্রিয়ায় সহকারী
হাই কমিশনার সঞ্জিব কুমার ভাট্টি রাজশাহী মানুষের ভূয়সী প্রসংশা করে বলেন এই নগরীর উন্নয়নে তিনি ও তার দেশ পাশে থাকতে চান। সহকারী হাই কমিশনার সঞ্জিব কুমার ভাট্টি এর আগে তিনি বেলজিয়াম দায়িত্ব পালন করেছেন। গত বছরের ৩১ অক্টোবর রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাই কমিশনার অভিজিৎ চট্টপাধ্যায় এর মেয়াদ শেষ হওয়ার পর সেকেন্ড সেক্রটারী এ.কে মিশ্রা দায়িত্ব পালন করেন।
খবর ২৪ ঘণ্টা/আরএস