নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উদ্যোগে রাজশাহী মহানগরীর ব্যস্ততম পয়েন্টগুলোতে ট্রাফিক বিষয়ক সচেতনতামূলক ব্যানার ও ফেস্টুন লাগানো হয়েছে। এছাড়া নগরীর জিরো পয়েন্ট, লক্ষীপুর ও গোরহাঙ্গা মোড়ে বিভিন্ন ধরনের যানবাহনে আরএমপি’র উর্ধ্বতন কর্মকর্তাগণ সচেতনতামূলক স্টিকার লাগান। ট্রাফিক সপ্তাহ সফল করার লক্ষ্যে সকাল ৮টা থেকে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়। এছাড়া নগরীর জিরো পয়েন্ট, লক্ষীপুর ও গোরহাঙ্গা এলাকায় নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণ মোবাইল কোর্ট পরিচালনা করেন।
ট্রাফিক আইন অমান্যকারীদের মোটরযান আইনে মামলা দেয়ার পাশাপাশি সচেতনতামূলক লিফলেটও প্রদান করা হয়। এ সময় রোভার স্কাউট, গালর্স গাইড ও কমিউনিটি ট্রাফিক পুলিশের সদস্যরা এ কাজে আরএমপি পুলিশকে সহযোগিতা করেন। উল্লেখ্য যে, সড়ক ব্যবস্থাপনা আরো বেশি সুশৃঙ্খল ও সাধারণ জনগণের ট্রাফিক বিষয়ে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্য নিয়ে গত ৫ আগষ্ট ট্রাফিক সপ্তাহ এর উদ্বোধন করেন আরএমপি’র পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার, বিপিএম।
খবর২৪ঘণ্টা/এমকে