তানোর প্রতিনিধি
সকল মানুষের তথ্য জানার অধিকার আছে। রাষ্ট্রের কোন ক্ষতি হবে এমন কোন তথ্য দেয়া যাবে না। যে তথ্য এলকার আইন শৃঙ্খলা ব্যাঘাত ঘটাতে পারে এমন তথ্য প্রকাশ করা যাবে না। তাছাড়া সকল তথ্য সরকারী-বে-সরকারী প্রতিষ্ঠান
থেকে পাওয়া যাবে। আর যদি কোন দপ্তর তথ্য দিতে অপারগত প্রকাশ করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
গতকাল মঙ্গলবার সকালে তানোর উপজেলা অডিটোরিয়াম হল রুমে তথ্য অধিকার আইনের জনঅবহিতকরণ সভায় এসব কথা বলেন,
অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার।
তানোর উপজেলা মাধ্যমিক অফিসার আমিরুল ইসলামের সঞ্চালনায় ও তানোর উপজেলা নিবার্হী কর্মকর্তা শওকাত আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, তথ্য কমিশনারের সহকারী পরিচালক ও তথ্য কমিশনারের একান্ত সচিব মোহা: সালাউদ্দীন, তানোর উপজেলা ভাইস চেয়ারম্যান বন্দনা রানী, তানোর সহকারী
কমিশনার (ভুমি) আব্দুল্লা-আল- মামুন, তানোর থানা (ওসি) রেজাউল ইসলাম, তালন্দ ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম, সরণজাই ইউনিয়নের চেয়ারম্যান
আব্দুল মালেক, পাঁচন্দর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মতিন প্রমুখ।
সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ইউনিয়ন পরিষদের সচিব,সাংবাদিকবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপাস্থত ছিলেন।
খবর২৪ঘণ্টা/এমকে