নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে রাজশাহী শহরের তরুণ সংগঠন ও বেসরকারী গবেষণা উন্নয়ন সংস্থা বারসিকের আয়োজনে সকল প্রাণের নিরাপদ খাদ্যের নিশ্চিত ও প্রাকৃতিক জলাশয় রক্ষার দাবীতে শনিবার সকাল ১০টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর সঙ্গে সংগতি প্রকাশ করেন রাজশাহী শহরের ১০টি সংগঠন। তারা উপরোক্ত বিষয়ে পদক্ষেপ গ্রহনের জন্য সংশ্লিষ্ট সকলের অংশগ্রহন ও কার্যকরী ভুমিকা গ্রহনের আহবান জানান। মানবন্ধনে সভাপতিত্ব করেন বরেন্দ্র শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা কেন্দ্রের সভাপতি জাওয়াদ আহমেদ রাফি, এছাড়াও উপস্থিত ছিলেন সেভ দি ন্যাচার এ্যান্ড লাইফ এর চেয়ারম্যান মিজানুর রহমান, ইয়ুথ
একশ্যান ফর সোস্যাল চেঞ্জ এর প্রতিষ্ঠাতা সভাপতি শামীউল আলীম শাওন, রোটার্যাক্ট ক্লাব রাজশাহীর সাধারণ সম্পাদক ইমতিয়াজ হোসেন জয়, বাংলাদেশ ইনোভেটিভ ইডুকেশন সিস্টেম এর সভাপতি জয়নাল আবেদীন সবুর, আদিবাসী ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক তরুণ মুন্ডা, সূর্য কিরণ এর সভাপতি শায়খ তাসনীম জামাল, জিরো পয়েন্ট সিক্স গ্রাভিটি রাইডার এর সভাপতি জোবায়ের হোসেন ও সামাজিক স্কুল এর আহবায়ক আলমগীর করির সবুজ। মনাববন্ধনে তরুণ সংগঠন গুলোর পক্ষ নিরাপদ খাদ্য ও প্রাকৃতিক জলাধার সুরক্ষায় পনেরটি দাবী জানান তারা।
খবর ২৪ ঘণ্টা/আর