1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
সংসদ অধিবেশনের প্রতিবাদে মানববন্ধনে বিএনপি - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ০৫ জানয়ারী ২০২৫, ০৯:২১ পূর্বাহ্ন

সংসদ অধিবেশনের প্রতিবাদে মানববন্ধনে বিএনপি

  • প্রকাশের সময় : বুধবার, ৩০ জানুয়ারী, ২০১৯

খবর২৪ঘণ্টা,  ডেস্ক: একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দিন প্রতিবাদ কর্মসূচি পালন করছে বিএনপি। জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন করছেন দলটির নেতাকর্মীরা।

পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার বেলা ১১টায় এ কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও তার আগেই দলের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে প্রেস ক্লাবের সামনে সমবেত হন। তবে বিএনপির এ কর্মসূচি ঘিরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে।

মানববন্ধনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন।

গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ জয় পেয়ে সরকার গঠন করেছে। আজ (বুধবার) নতুন সরকারের প্রথম সংসদ অধিবেশন বসছে।

অন্যদিকে মাত্র ৬টি আসন পাওয়া বিএনপি কারচুপির অভিযোগ তুলে নতুন করে নির্বাচন দেয়ার দাবি জানিয়ে আসছে। একই সঙ্গে তাদের নির্বাচিত এমপিরাও শপথগ্রহণ থেকে বিরত রয়েছেন।

খবর ২৪ঘণ্টা/ জেএন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST