বড় বড় চোরদের দুর্নীতি, অর্থপাচারের মতো কার্যক্রমে ঘৃণায়, লজ্জায় মাথা হেঁট হয়ে যায়। এসব বিষয়ে শক্ত পদক্ষেপ নেয়া প্রয়োজন। বলছিলেন আওয়ামী লীগের সংসদ সদস্য আলী আশরাফ।
রোববার (৬ জুন) প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে জাতীয় সংসদে এ কথা বলেন তিনি।
আওয়ামী লীগের এই এমপি বাজেটের লক্ষ্য বাস্তবায়নে দুর্নীতিকেই প্রধান বাধা হিসেবে মনে করেন। গত বৃহস্পতিবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ছয় লাখ তিন হাজার ৬৮১ কোটি টাকার বাজেট পেশ করেন।
আলী আশরাফ বলেন, ‘প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। তবে বাজেট বাস্তবায়নে দক্ষতা না বাড়ালে, দুর্নীতি বন্ধ করা না গেলে বাজেটের লক্ষ্য অর্জন হবে না। আমরা বাজেট তো দিচ্ছি। কিন্তু বাস্তবায়নের জন্য সদিচ্ছা থাকতে হবে। আজকে ঘৃণা, লজ্জায় মাথা হেট হয়ে যায়।’