খবর২৪ঘন্টা ডেস্কঃ
সংলাপের আড়ালে কেউ আন্দোলনের নামে নাশকতার চেষ্টা করলে আওয়ামী লীগ ঘরে বসে থাকবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার সকালে জেল হত্যা দিবস উপলক্ষে বনানীতে চার নেতার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
ওবায়দুল কাদের বলেন, সংলাপের আড়ালে কেউ আন্দোলনের নামে নাশকতা সৃষ্টির চেষ্টা করলে, রূপ দেখানো সংলাপের পাশাপাশি নাশকতার পরিকল্পনা করলে আওয়ামী লীগ বসে থাকবে না। সংলাপের আড়ালে কেউ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করলে তা প্রতিহতের জন্য আওয়ামী লীগ প্রস্তুত আছে।
খবর২৪ঘন্টা / সিহাব
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।