1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
ষড়যন্ত্রের ইঙ্গিত দেখছে প্রগতিশীল নাগরিক ফোরাম - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ০৭ জানয়ারী ২০২৫, ০৭:১০ পূর্বাহ্ন

ষড়যন্ত্রের ইঙ্গিত দেখছে প্রগতিশীল নাগরিক ফোরাম

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ জুন, ২০১৮
প্রগতিশীল নাগরিক ফোরামের নেতারা

খবর২৪ঘণ্টা ডেস্ক: আলোচনায় লিখিত বক্তব্য উপস্থাপন করেন সাংবাদিক জাফর ওয়াজেদ। তিনি বলেন, ‘বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে কোনো কথা বলেননি অথচ যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাট বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা বলে যাচ্ছেন। এটা অন্য দেশের রাজনীতিতে হস্তক্ষেপের সামিল।

জাফর ওয়াজেদ আরও বলেন, “গাজীপুরের নির্বাচনে রূপসা ও তুরাগ নদীর পাড়ের মানুষ ভুল করেননি। তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করেছেন। বিএনপি নেতারা বলছেন, ‘আর শান্তিপূর্ণ আন্দোলন নয়।’ এই বক্তব্যে আগামীতে কী হবে তা স্পষ্ট নয়, তবে এতটুকু স্পষ্ট যে, নতুন করে ষড়যন্ত্র শুরু হচ্ছে।”

রাজনীতিক বিশ্লেষক মোহাম্মাদ এ আরাফাত বলেন, ‘বিবিসি সহ বাংলাদেশের একটি ইংরেজি ও একটি বাংলা দৈনিকে বেলটে সিল মারার ছবি প্রকাশ করেছে। ঘটনাটি সত্য। এও সত্য ছিল যে এই ভোট কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। এই গণমাধ্যমগুলো অর্ধেক সংবাদ প্রকাশ করেছে। এতেই প্রমাণ করে তাদের উদ্দেশ্য আছে। আর কিছু কিছু সংস্থা নির্বাচনের কিছু অনিয়মের কথা তুলে ধরেছেন। এই অনিয়মের কথা তুলে ধরেছেন যা দেশের সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচনেও হয়েছে। আসলে তারা এদেশে অগণতান্ত্রিক সরকারকে ক্ষমতায় বসাতে চায়। তারা দেশে আকেটি ১/১১ প্রতিষ্ঠা করতে চায়।’

সংবাদ সম্মেলনে মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আলী শিকদার বলেন, ‘গাজীপুর সিটি নির্বাচনে বিএনপি তাদের প্রার্থীকে জয়ী করার জন্য যতটুকু না চেষ্টা করেছে তারা চেয়ে বেশি চেষ্টা করেছে নির্বাচনকে বিতর্কিত করতে। এর প্রমাণ মেজর মিজানের কাণ্ড। এখানে মেজর মিজান ধরা পরেছে হয়তো আরও এমন কাণ্ড হয়েছে যা এখনো ধরা পড়েনি।’

জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান বলেন, ‘যতই ষড়যন্ত্র হোক এ প্রজন্মের সন্তানরা তা বিশ্বাস করবেন না। তারা সিদ্ধান্ত নিতে ভুল করবেন না। গাজীপুরে জাহাঙ্গীর আলম বহুদিন ধরে তার নির্বাচনে এলাকায় কাজ করেছেন। আর হাসান সাহেব কখনও বিএনপি কখনও জাতীয় পার্টিতে ছিলেন। ফলে জনগণের সঙ্গে তার সখ্যতা গড়েই উঠেনি।’

শফিকুর রহমান আরও বলেন, ‘বিএনপিতে দীর্ঘদিন ধরে নতুন প্রজন্মের কোনো আগমন ঘটেনি। কারণ, বিএনপি নেতারা দলটিকে জামায়াত শিবিরের কাছে ইজারা দিয়ে দিয়েছে। স্বাধীনতার স্বপক্ষের প্রজন্ম পাকিস্তানি ভাবধারার দলের সমর্থন করতে পারে না।’

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, গাজীপুর সিটি নির্বাচনের যেসব কেন্দ্রে সত্যি সত্যি ঝামেলা হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে নির্বাচনকে উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রশ্নবিদ্ধ করে যারা ষড়ন্ত্রের জাল বুনছে তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে।

সংবাদ সম্মেলনের সঞ্চালনা করেন অভিনেতা পীযূষ বন্দ্যোপাধ্যায়

খবর২৪ঘণ্টা.কম/নজ

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST