খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: শ্রীলঙ্কার ৭০তম স্বাধীনতা বার্ষিকীতে আয়োজিত নিদাহাস ট্রফির ষষ্ঠ ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ দল। ত্রিদেশীয় এই সিরিজে স্বাগতিক লঙ্কানদের ২ উইকেটে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে টাইগাররা। জয়ের পর সফরকারীদের ড্রেসিং রুমে ভাঙচুরের ঘটনা ঘটেছে।
ইএসপিএন ক্রিকইনফো জানায়, কলোম্বর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্বাসরুদ্ধকর জয়ের পর বাংলাদেশের জন্য বরাদ্দকৃত ড্রেসিং রুমের কাঁচ ভাঙা পাওয়া যায়।
এ বিষয়ে গ্রাউন্ড স্টাফ এই বিষয়ে লঙ্কান বোর্ডের কাছে রিপোর্ট করেছে। কে এমন করেছে বা কার কারণে এই ক্ষতি হয়েছে তা সম্পর্কে ধারণা না থাকাতে সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত করতে মৌখিক অনুরোধ করা হয়েছে।
অন্যদিকে ম্যাচ রেফারি ক্রিস ব্রড ড্রেসিং রুমের থাকা স্ট্রাফদের সঙ্গে প্রাথমিক আলাপও সেরেছেন।
আজ শনিবার দুপুর ১২টার মধ্যে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করবে প্রেমাদাসার গ্রাউন্ড স্টাফ। বাংলাদেশ দলের ম্যাচ জয় উদযাপনের সময় এমনটি হয়েছে। তবে এটা ইচ্ছাকৃত কিনা সেটাই খতিয়ে দেখা হবে।
শুধু তাই-ই নয় ম্যাচের শেষভাগে অনাকাঙ্ক্ষিত ঘটনার তদন্ত করতে আম্পায়াররা ভিডিও ফুটেজ পর্যালোচনা করে দেখবেন। সেটা দেখার পরেই তারা সিদ্ধান্ত নেবেন কারও ওপর ব্যবস্থা নিতে হবে কিনা।
খবর২৪ঘণ্টা.কম/রখ