খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: করোনাভাইরাসের কারণে গত মার্চ মাস থেকে বাংলাদেশের ক্রিকেটাররা খেলার বাইরে। দীর্ঘ বিরতি দিয়ে আগামী অক্টোবর-নভেম্বরে শ্রীলঙ্কার মাটিতে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের তিনটি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। কিন্তু শেষমেশ সেই সিরিজটি হয়তো হচ্ছে না। সোমবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের দেয়া শর্ত মেনে সেখানে সিরিজ খেলতে যাওয়া সম্ভব না।
এদিন মিরপুরে সাংবাদিকদের নাজমুল হাসান পাপন বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, এইরকম শর্ত মেনে আমরা সেখানে সিরিজ খেলতে যেতে পারব না। আমরা শ্রীলঙ্কা বোর্ডের কাছে চিঠি পাঠিয়েছি। আমাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি যে, এমন শর্ত মেনে আমরা সিরিজ খেলতে যেতে পারব না। দেখা যাক চিঠির উত্তরে তারা কী জানায়।’
তিনি আরো বলেন, ‘আমরা দেশের মধ্যে ক্রিকেট চালু করব বলে সিদ্ধান্ত নিয়েছি। সেটা হতে পারে ডিপিএল বা অন্য কিছু। তবে, ক্রিকেট ফেরাব। যেহেতু কোচরাও এসে গেছেন। খেলোয়াড়রাও অনেক দিন খেলার বাইরে। কোন প্রক্রিয়ায় ক্রিকেট ফেরাব সেটা পরে জানাব।’
চলতি মাসের শেষ সপ্তাহে শ্রীলঙ্কা সফরে যাওয়ার পরিকল্পনা নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানে জাতীয় দল এবং এইচপি দল নিয়ে অনুশীলন ক্যাম্প করার পরিকল্পনা ছিল।
শ্রীলঙ্কার স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়মানুযায়ী বাংলাদেশ দলকে সেখানে বাধ্যতামূলক ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। যেটি বিসিবির জন্য খুবই ব্যয়বহুল হবে। যে কারণে বিসিবি শ্রীলঙ্কা বোর্ডকে জানিয়েছে যে, ১৪ দিনের কোয়ারেন্টাইন সম্ভব না। সাতদিনের কোয়ারেন্টাইন করতে চায় বিসিবি। শ্রীলঙ্কা বোর্ডও সম্মত। কিন্তু শ্রীলঙ্কার স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের সিদ্ধান্তে অনড়।
বিসিবি সভাপতি বলেছেন, ‘সেখানে আমাদের দুইটি টিম (জাতীয় দল ও এইচপি দল) নিয়ে যেতে হবে। মেডিকেল টিম আছে, সিকিউরিটি টিম আছে। ৬০-৭০ জনের একটা টিম নিয়ে তো সেখানে তাদের শর্ত মেনে সিরিজ খেলতে যাওয়া সম্ভব না।’
খবর২৪ঘন্টা/নই