খবর ২৪ঘণ্টা ডেস্ক: শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলা চালানো গ্রুপের সদস্যরা আরো হামলা পরিকল্পনা করছে। তারা এখনও সক্রিয় থাকতে পারে। এমন সতর্কতা দিয়েছেন শ্রীলঙ্কায় নিয়োজিত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত অ্যালাইনা টেপলিটজ।
বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাতকারে তিনি এ আশঙ্কার কথা ব্যক্ত করেন।
তিনি বলেন, আমরা বিশ্বাস করি সন্ত্রাসীদের হুমকি এখনও অব্যাহত আছে। এখনও হামলা পরিকলপনাকারীরা সক্রিয় থাকতে পারে। ইস্টার সানডে’তে যে গ্রুপটি হামলা চালিয়েছে তাদের সক্রিয় সদস্যরা এখনও অধরা থাকতে পারে। তিনি আরো বলেন, এটা বিশ্বাস করার সুনির্দিষ্ট কারণ আছে যে, হামলাকারী গ্রুপের সক্রিয় সদস্যদের এখনও পুরোপুরি নিষ্ক্রিয় করা যায় নি।
আমরা আরো বিশ্বাস করি, এখনও হামলা পরিকল্পনা চলছে।
খবর ২৪ঘণ্টা/ নই
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।