খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্ক: শ্রীদেবীর প্রয়াণের পরে তাঁকে শেষ শ্রদ্ধা জানিয়ে গেলেন অভিনেতা অর্জুন কপূর। শ্রীদেবীর স্বামী বনি কপূরের প্রথম পক্ষের স্ত্রী মোনা শৌরি কপূরের ছেলে।
শ্রীদেবীর সঙ্গে বিয়ের জন্যই বিচ্ছেদ হয়েছিল বনি এবং মোনার। বনি এবং মোনারও দু’টি সন্তান। অর্জুন কপূর এবং অনশূলা কপূর।
সৎমা শ্রীদেবীর সঙ্গে অর্জুন এবং তাঁর বোনের ‘তিক্ত’ সম্পর্ক নিয়ে বিভিন্ন সময়ে সংবাদমাধ্যমে কম চর্চা হয়নি। শ্রীদেবীর মৃত্যুর পরে সম্পর্কের টানাপোড়েন দূরে সরিয়েই মুম্বইতে, অনিল কপূরের বাড়িতে চলে আসেন অর্জুন এবং তাঁর বোন অনশূলা। অনিল কপূরের বাড়িতে কপূর পরিবারের সবাই একত্রিত হয়েছেন। শ্রীদেবীর বড় মেয়ে জাহ্নবীও সেখানে রয়েছেন। তাঁদেরকে সমবেদনা জানাতেই চলে আসেন অর্জুন ও তাঁর বোন।
অতীতে তাঁদের সম্পর্ক নিয়ে বলতে গিয়ে এই অর্জুনই জানিয়েছিলেন, তাঁর সঙ্গে সৎ মা শ্রীদেবী বা তাঁর দুই বোন জাহ্নবী এবং খুশির সেভাবে কোনও যোগাযোগই নেই। সৎ মা এবং দুই বোন যে তাঁর কাছে বিশেষ কোনও অর্থ রাখেন না, সেটাও স্পষ্ট করে দিয়েছিলেন এই অভিনেতা। যদিও, অন্য একটি সাক্ষাৎকারে অর্জুন জানিয়েছিলেন, শ্রীদেবীর সঙ্গে তাঁর সৌহার্দ্যপূর্ণ সম্পর্কই ছিল। কারণ তাঁর বাবার জীবনের সঙ্গে যাঁরা যুক্ত, তাঁদের তিনি শ্রদ্ধা করবেন, এটাই প্রত্যাশিত। তবে, দু’পক্ষে যে প্রায় কোনও যোগাযোগ ছিল না তা স্পষ্ট করে দিয়েছিলেন অর্জুন।
বরং তিনি অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আগেই তাঁর মা মোনার চলে যাওয়াটা বারবারই নিজের হতাশা ব্যক্ত করেছিলেন অর্জুন।
খবর২৪ঘণ্টা.কম/রখ