1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
শ্রীদেবীকে শেষ শ্রদ্ধা জানাতে তারকাদের ঢল - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫২ অপরাহ্ন

শ্রীদেবীকে শেষ শ্রদ্ধা জানাতে তারকাদের ঢল

  • প্রকাশের সময় : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৮
khobor24ghonta.com

খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্ক: শ্রীদেবীর মরদেহ শায়িত রয়েছে লোখণ্ডওয়ালার সেলিব্রেশন স্পোর্টস ক্লাবে। ভক্তদের জন্য সকাল সাড়ে ৯টায় খুলে দেওয়া হয়েছে ক্লাবের দরজা। প্রয়াত নায়িকাকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন ভক্তরা।

‘লমহে’ ছবির শুটিং-এর সময়ই শ্রীদেবী ইচ্ছা প্রকাশ করেছিলেন তাঁর মৃত্যুর পর যেন সব কিছুই যেন সাদা কাপড়ে মুড়ে ফেলা হয়। নায়িকার শেষ ইচ্ছা অনুযায়ী তাই আজ সব কিছুই সাজানো হয়েছে তাঁর প্রিয় রং সাদায়। সাদা ফুল দিয়ে সাজানোর পাশাপাশি শ্রীদেবী-র বাংলো ‘ভাগ্য’ও মুড়ে ফেলা হয়েছে সাদা কাপড়ে। অন্ত্যেষ্টিতেও সকলকে অনুরোধ করা হয়েছে সাদা পোশাকে আসতে।

এ দিন সকালে সবচেয়ে আগে স্পোর্টস ক্লাবে পৌঁছে যান প্রযোজক-পরিচালক কর্ণ জোহর। এসে পৌঁছেছেন শ্রীদেবীর দেওর সঞ্জয় কপূরও। ক্রমশই ভিড় জমছে স্পোর্টস ক্লাবের বাইরে। স্বপ্নের নায়িকাকে বিদায় জানাতে আজ অফিস ছুটি নিয়ে চলে এসেছেন অগণিত ভক্ত। রাত ১২টা থেকেও অধীর অপেক্ষায় কেউ কেউ লাইন দিয়েছেন স্পোর্টস ক্লাবের সামনে।

 

এখানেই দুপুর ২টো পর্যন্ত শায়িত থাকবে শ্রীদেবী-র মরদেহ। এর পর মরদেহ নিয়ে রওনা দেওয়া হবে ভিলে পার্ল শ্মশানের উদ্দেশে। সেখানে সাড়ে ৩টের সময় শেষকৃত্য হওয়ার কথা।

. ১১.৫৫: প্রার্থনা সঙ্গীতে যোগ দিতে দুপুরের আগেই এসে পৌঁছলেন রাজকুমার রাও। ইনস্টাগ্রামে শ্রী-র সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে তিনি জানিয়েছিলেন, তাঁর সঙ্গে অভিনয়ের করতে চেয়েছিলেন শ্রীদেবী।

. ১১.৫০: শেষ শ্রদ্ধায় এলেন সস্ত্রীক শাহিদ কপূর।

. শ্রীদেবীর মৃত্যুশোকে এ বারের হোলি উৎসব বাতিল করলেন তাঁর আবাসন গ্রিন একর্স সোসাইটি-র বাসিন্দারা।

. সকাল ১১.৩১: শেষ বারের মতো শ্রীদেবীকে দেখতে এসে পৌঁছলেন জয়া বচ্চন।

. সকাল ১১.২৬: প্রার্থনা সঙ্গীতে যোগ দিতে ইতিমধ্যেই সেলিব্রেশন স্পোর্টস ক্লাবে পৌঁছেছেন তব্বু, জ্যাকলিন ফার্নান্ডেজ, অক্ষয় খন্না-সহ অসংখ্য তারকা।

. সেলিব্রেশন স্পোর্টস ক্লাবের আশপাশে ভিড় সামলাতে মোতায়েন করা হয়েছে প্রায় ২০০ জন পুলিশকর্মী।

.  বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়ছে লোখণ্ডওয়ালার সেলিব্রেশন স্পোর্টস ক্লাবের রাস্তার দু’ধারে।

ভিড়ের মাঝে অধীর অপেক্ষায় শ্রীদেবীর ফ্যান।

.  পৌঁছলেন শাহরুখ খান, অজয় দেবগণ, সুস্মিতা সেন, ঐশ্বর্যা রাই, মাধুরী দীক্ষিত-সহ একাধিক বলিউড তারকা।

. শ্রীদেবীকে শেষ শ্রদ্ধা জানালেন উদ্ধব ঠাকরে।

. পৌঁছলেন হেমা মালিনী, এষা দেওল, সুস্মিতা সেন এবং সুভাষ ঘাই।

. এসে পৌঁছেছেন আদিত্য ঠাকরে, আরবাজ খান, ফারহা খান, সোনম কপূর-সহ ইন্ডাস্ট্রির একাধিক শিল্পী ও কলাকুশলীরা।

. সকাল ১০টা: শুরু হল প্রার্থনা সঙ্গীত।

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST