খবর ২৪ ঘণ্টা ডেস্ক: কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তীর আজ বিয়ে। পাত্র রোশন সিংহ পেশায় একটি এয়ারলাইন্সের কেবিন ক্রু সুপারভাইজার। তাদের সম্পর্কের বয়স বেশি না হলেও দুজনেই পরস্পরের পরিবারের ঘনিষ্ঠ। পার্ক সার্কাস অঞ্চলের এক পাঞ্জাবি পরিবারের ছেলে রোশন সিংহ। জানা যায়, অল্প দিনের সম্পর্কে থাকার পরেই বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এই
জুটি। ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা গেছে টলি সূত্র বলছে, সোমবার রোশনের সঙ্গেই শ্রাবন্তীর বাগদান হয়েছে তপসিয়ারই একটি বিলাসবহুল রেস্তরাঁয়। সেখানে রুপালি রঙের ওয়েস্টার্ন গাউনে সেজেছিলেন শ্রাবন্তী। আর রোশনের পরনে ছিল ব্লেজার-সুট।
তবে দীপিকা পাড়ুকোন-রণবীর সিংহের লেক কোমোর বিয়ের মতো এখানেও অনুষ্ঠানে নিমন্ত্রিত কারো সঙ্গে ফোন রাখার অনুমতি ছিল না। মেনুতে ছিল কন্টিনেন্টাল ও ভারতীয় খাবার। রোশনের আদি বাড়ি চন্ডীগড়েই বিয়ে করতে চলেছেন শ্রাবন্তী ও রোশন। টলি মহল বলছে, তারা বিয়ে করে কলকাতায় ফিরছেন আগামী সপ্তাহের মধ্যেই। কিন্তু প্রেমের সূত্রপাত কীভাবে? টলিউডে গুঞ্জন, শ্রাবন্তীর ভগ্নিপতির পরিচিত রোশন। তার মাধ্যমেই যুগলের আলাপ মাস চারেক আগে। সোশ্যাল মিডিয়ায় শ্রাবন্তীর প্রায় সব ছবিতেই লাইক দিতে দেখা
যায় রোশনকে। প্রসঙ্গত, এর আগে দুইবার বিবাহবিচ্ছেদ হয়েছে শ্রাবন্তীর। পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে তার প্রথম বিয়ে হয় ২০০৩ সালে। পরবর্তীতে বিচ্ছেদ হয় তাদের। রাজীব-শ্রাবন্তীর একটি ছেলেও রয়েছে, নাম ঝিনুক। মায়ের সঙ্গেই থাকে ছেলে। রাজীবের সঙ্গে বিচ্ছেদের পরে শ্রাবন্তীর সম্পর্ক হয় মডেল কৃষ্ণব্রজের সঙ্গে। বেশ মহাসমারোহে বিয়েও করেন তারা। কিন্তু গত জানুয়ারিতে কৃষ্ণের সঙ্গে বিচ্ছেদ হয়। এর পরই নতুন সম্পর্কের দিকে এগিয়েছেন নায়িকা শ্রাবন্তী।
খবর২৪ঘণ্টা, জেএন