দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয়, ডায়াবেটিসসহ বিভিন্ন পরীক্ষা করা হবে।
সোমবার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে দুর্গাপুর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে সকাল ৯ টা থেকে দুপুর ১২ পর্যন্ত সম্পুর্ণ বিনামূল্যে এই সেবা দেওয়া হবে।
বিষয়টি নিশ্চিত করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার মেহেদী হাসান জানান, জাতীয় শোক দিবস উপলক্ষে সোমবার সকাল ৯ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত চিকিৎসক দারা রক্তের গ্রুপ নির্নয়, ডায়াবেটিস পরীক্ষা, প্রেশার ও ওজন মাপা, জরায়ু মুখের ক্যান্সার পরীক্ষা করা হবে। এছাড়াও একই দিনে গর্ভবতী মহিলার চেক আপ করা হবে যেটি চলমান রয়েছে।
এছাড়াও দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও দুর্গাপুর উপজেলার ৭ টি ইউনিয়নে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চত্বরে কোভিড ১৯ এর বুস্টার ডোজ টিকা ক্যাম্পেইন পরিচালনা করা হবে।
বিএ/