চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ পশ্চিম আফ্রিকার দেশ মালি’র দোয়েঞ্জা নামক স্থানে ভয়াবহ বিস্ফোরণে চার বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও চার জন। তারা সবাই বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য।
তাদের মধ্যে সৈনিক জামাল হোসেনের বাড়ী চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের ধূমিহায়াতপুর-ঘাইসাপাড়ায়। তিনি মো.মেসের আলীর ছেলে।
নিহত জামাল হোসেনের চাচা রবিউল ইসলাম জানান,স্থানীয় সময় বুধবার দুপুর আনুমানিক আড়াইটায় (বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টা) এ দুর্ঘটনা ঘটেছে। তারা রাত সাড়ে ১১টার দিকে জামাল হোসেন নিহত হওয়ার খবর জানতে পারেন। একজন সেবাবাহিনীর ঊর্দ্ধতন কর্মকর্তা জামাল হোসেন নিহত হওয়ার বিষয়টি মোবাইল ফোনে পরিবার কে জানান।এর পর পরিবারে নেমে আসে শোকের ছায়া। বাকরুদ্ধ হয়ে পড়েছে বাবা মেসের আলী। মা ফেরদৌসি বেগম ছেলের ছবি বুকে ধরে স্তব্ধ হয়ে পড়েছে। আর স্ত্রী শিল্পী বেগম একমাত্র ৫ বছরের ছেলে শিমুল কে নিয়ে বিছানায় কাতর হয়ে পড়ে আছে।
শুধু পরিবার নয়-জামালের বাড়ীর আশপাশের এলাকায় ছড়িয়ে পড়েছে এই শোক। সকাল থেকে শত শত গ্রাম বাসী তাদের বাড়ীতে এসে শোকাত পরিবারটিকে শান্তনা দেয়ার চেষ্টা করছেন।মেসের আলীর তিন ছেলে মেয়ের মধ্যে নিহত জামাল হোসেন ছিল সবার বড়। জামাল হোসেনের মা ফেরদৌসি বেগম জানান,দ্রুত ছেলের মরদেহ ফিরিয়ে দেয়া হোক পরিবারের কাছে।
খবর২৪ঘণ্টা.কম/নজ