খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: টানা চার কার্যদিবস ঊর্ধ্বমুখী থাকার পর বুধবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচকের পতন হয়েছে।
মূল্যসূচকের পাশাপাশি এদিন ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণও। তবে সিএসইতে লেনদেন আগের দিনের তুলনায় বেড়েছে। আজ ডিএসইতে লেনদেন কমেছে ১৩৮ কোটি ৩৯ লাখ টাকা। আর সিএসইতে লেনদেন বেড়েছে ১১ কোটি ৯ লাখ টাকা।
ডিএসইতে মূল্যসূচক ও লেনদেনের পাশাপাশি বেশিরভাগ প্রতিষ্ঠানেরই শেয়ারের দাম কমেছে। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ১১১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। বিপরীতে কমেছে ১৭১টির, আর অপরিবর্তিত রয়েছে ৫১টির দাম।
বাজারটিতে বুধবার মোট ৪২৪ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয় ৫৬২ কোটি ৭১ লাখ টাকার শেয়ার। সে হিসেবে আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ১৩৮ কোটি ৩৯ লাখ টাকা।
দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৬ পয়েন্ট কমে ৬ হাজার ২০০ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দু’টি মূল্যসূচকের মধ্যে ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ১ পয়েন্ট বেড়ে ২ হাজার ৩০৩ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৪৩১ পয়েন্টে।
টাকার অংকে ডিএসইতে সর্বাধিক লেনদেন হয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের শেয়ার। কোম্পানিটির ২৭ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা গ্রামীণ ফোনের শেয়ার লেনদেন হয়েছে ২৬ কোটি ৭৩ লাখ টাকার। আর ১৮ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে বেক্সিমকো ফার্মা।
লেনদেনে এরপর রয়েছে- বিবিএস কেবলস, অলেম্পিক ইন্ডাস্ট্রিজ, ইফাদ অটোস, ন্যাশনাল টিউবস, সিঙ্গার বিডি, ফার্মা এইড এবং মুন্নু সিরামিক।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএসসিএক্স ৫ পয়েন্ট কমে ১১ হাজার ৫৬২ পয়েন্টে অবস্থান করছে। বাজারটিতে আজ লেনদেন হয়েছে ৩২ কোটি ৫০ লাখ টাকার শেয়ার। লেনদেন হওয়া ২৩৩টি প্রতিষ্ঠানের মধ্যে ৭৭টির শেয়ারের দাম বেড়েছে। বিপরীতে কমেছে ১২০টির, আর অপরিবর্তিত রয়েছে ৩৬টির দাম।
খবর২৪ঘণ্টা.কম/রখ