1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
শেষ মুহূর্তে খেল দেখালেন কুতিনহো-নেইমার - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ১১ জানয়ারী ২০২৫, ১০:৩৭ পূর্বাহ্ন

শেষ মুহূর্তে খেল দেখালেন কুতিনহো-নেইমার

  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ জুন, ২০১৮

খবর২৪ঘণ্টা ডেস্ক :

ম্যাচ শেষের বাঁশি বাজতেই হাঁটু গেড়ে বসে পড়লেন নেইমার। চোখ থেকে অশ্রু ঝরে পড়ছে মাঠের উপর। এই অশ্রু মহা-আনন্দের। ৯০ মিনিট হতাশায় কাটার পর যোগ করা সময়ে কি দুর্দান্তভাবেই না ২ গোল করে রাশিয়া বিশ্বকাপে নিজেদের প্রথম জয়ের দেখা পেলো সেলাসাওরা। কোস্টারিকার বিপক্ষে ২-০ গোলের এই জয়ে গ্রুপের শীর্ষে পৌছে গেছে ব্রাজিল।

শুক্রবার (২২ জুন) বাংলাদেশ সময় বিকেল ৬টায় শুরু হওয়া খেলার নির্ধারিত ৯০ মিনিটে বারবার গোলের জন্য মাথা কুটে মরেছে ব্রাজিল। ৯০ মিনিট পার হতেই যেন আসল রূপে দেখা দিলেন নেইমাররা। ৯১ মিনিটে কুতিনহো আর ৯৭ মিনিটে নেইমারের গোলে ২-০ ব্যবধানে জয় তুলে নিলো ব্রাজিল।

প্রথম গোলের পর খুশিতে মাঠেই গড়াগড়ি খেলেন কোচ তিতেও। দ্বিতীয় গোল এতোটাই আকস্মিক যে মুহূর্তেই সচকিত হয়ে গর্জে উঠে পুরো স্টেডিয়াম। খুশিতে হাঁটু গেড়ে কেঁদে ফেলেন নেইমার। ইনজুরিতে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকার পর বিশ্বকাপের গ্রুপ পর্বে সুইজাল্যান্ডের বিপক্ষে ম্যাচে ১০ বার ফাউলের শিকার হয়েছিলেন। সেই ম্যাচে তাকে আনফিট অবস্থায়ই ৯০ মিনিট খেলতে দেখা গেছে। কিন্তু আজকের ম্যাচে তার ফিটনেসের উন্নতি নজর কেড়েছে। কুতিনহো আর তার শেষ মুহূর্তের দারুণ নৈপুণ্যেই ২-০ গোলের জয় নিশ্চিত হয় ব্রাজিলের।

ম্যাচের প্রথম ৯০ মিনিট শক্ত রক্ষণে ব্রাজিলকে বেশ ভুগিয়েছে ক্রোয়েশিয়া। তারপরও বেশ কয়েকবার গোল করার সুযোগ হাতছাড়া করেন ব্রাজিলের জেসুস, ফিরমিনো ও নেইমার। অথচ ম্যাচের অধিকাংশ সময় ব্রাজিলের নিয়ন্ত্রণে ছিল বল। কিন্তু কোস্টারিকার রক্ষণ আর গোলরক্ষক কেইলর নাভাসের দৃঢ় ভূমিকায় গোলবঞ্চিত হন জেসুসরা।

নির্ধারিত ৯০ মিনিটের মাত্র ১ মিনিট পরেই গোলের দেখা পায় ব্রাজিল। এর আগে ফিরমিনোর হেড গোলবার পেরিয়ে গেছে, জেসুসের শট অফসাইডের ফাঁদে পরে বাতিল, কিন্তু আসল কাজটা করে দেখালেন ফিলিপে কুতিনহো। ফিরমিনোর হেড থেকে জেসুসের পায়ে বল গেলেও কন্ট্রোল করতে পারেন নি তিনি। কিন্তু বল চলে যায় কুতিনহোর পায়ে। সুযোগটা দারুণভাবে কাজে লাগিয়ে দলের ও নিজের প্রথম গোল করেন কুতিনহো।

কুতিনহোর গোলের মাত্র ৭ মিনিট পরেই গোল করেন নেইমার। মার্সেলোর বানিয়ে দেওয়া বলে খেলার ৯৭তম মিনিটে কোস্টারিকার জালে ব্রাজিলের দ্বিতীয় ও এবারের বিশ্বকাপে নিজের প্রথম গোল

খবর24ঘণ্টা/এমকে

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST