নিজস্ব প্রতিবেদক : প্লেব্যাক সম্রাট উপমহাদেশের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী কন্ঠরাজ এন্ড্রু কিশোরকে শেষবিদায় জানাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে লাশ নিয়ে যাওয়া হয়েছে সিটি চার্চে। সেখানে লাশ নিয়ে যাওয়া হলে ভক্তরা তাকে ফুলেল শ্রদ্ধা ও ভালোবাসা জানান। আজ বুধবার সকাল ৯টা থেকে বিদায় পর্ব শুরু
হয়েছে। এরপর নগরের শ্রীরামপুরে খ্রিস্টান কবরস্থানে তাঁকে সমাহিত করা হবে। সকাল ১১টার মধ্যে শেষকৃত্য অনুষ্ঠান শেষ করে দুপুর ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে কিশোরকে সমাহিত করা হবে বলে জানানো হয়েছে। এন্ড্রোকিশোরের মরদেহ হাসপাতাল থেকে বের করার পর থেকে অগণিত ভক্ত তার লাশ এক নজর দেখার জন্য সিটি চার্চে ভীড় জানান। বিভিন্ন স্থান থেকে ভক্তরা ছুটে এসেছেন। উদ্দেশ্য প্রিয় শিল্পী কে এক নজর দেখার।
উল্লেখ্য, গত ৬ জুলাই সন্ধ্যা সাতটার দিকে বোন শিখা বিশ্বাসের বাড়িতে শেষনিঃশ্বাস ত্যাগ করেন জনপ্রিয় এই শিল্পী। তারপর তাকে রামেক হাসপাতালের হিমঘরে রাখা হয়। সমাহিত করার জন্য তার ছেলে মেয়ে জন্য অপেক্ষা করা হচ্ছিল। ছেলে মেয়ে চলে আসে তাকে শেষ বিদায় জানানোর জন্য প্রক্রিয়া শুরু হয়েছে।
এমকে