শেরপুর(বগুড়া)প্রতিনিধি: শেরপুর উপজেলা পরিষদের আয়োজনে ও মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে ১৭ মার্চ মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে জাতীয় শিশু দিবসের উদ্বোধন করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন শেরপুর-ধুনট নির্বাচনী এলাকার সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ হাবিবর রহমান। আরো বক্তব্য রাখেন, বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি ও শেরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মজিবর রহমান মজনু, পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আব্দুস সাত্তার, অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) মো. গাজিউর রহামান, সহকারী কমিশানর ভূমি জামশেদ আলাম রানা, জেলা পরিষদের সদস্য মোস্তাফিজার রহমান ভুট্টো, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহজামাল সিরাজী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল কাদের, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জুলেখা খানম, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা. আমির হামজা, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ¦ মুন্সি সাইফুল বারি ডাবলু, শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর, পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ, ভেটেরিনারী সার্জন ডা. মোহাম্মাদ রায়হান পিএএ, পৌর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মকবুল হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা সুবীর পাল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম পোদ্দার ববি, উপজেলা ছাত্রলীগের সভাপতি আরফিুর রহমান শুভ প্রমূখ উপস্থিত ছিলেন। অপরদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে সকাল ৯ টার দিকে শেরপুর থানা পুলিশ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় এবং পুলিশ সদস্যরা সালাম জানায়।
খবর২৪ঘন্টা/নই