শেরপুর(বগুড়া)প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলার বিভিন্ন এলাকায় গত ২ দিনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৭ প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রেখেছেন। ভ্রাম্যমান আদালত পরিচালনা করে প্রবাসীদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জামশেদ আলাম রানা।
জানা যায়, শেরপুর পৌর শহরের উত্তর সাহাপাড়ার সিংগাপুর প্রবাসী সাবিনা ইয়াসমিন, রামচন্দ্রপুর পাড়ার পর্তুগাল প্রবাসী সাব্বির হোসেন, শাহবন্দেগী ইউনিয়নের আন্দিকুমড়া গ্রামের দক্ষিণ কোরিয়া প্রবাসী মো. সাইদ হাসান, ভারত প্রবাসী মো. শাকিল আহমেদ, মো সাইফুল ইসলাম, ধড়মোকাম গ্রামের ওমান প্রবাসী মো ওসমান গনি, বিশালপুর ইউনিয়নের বামিহাল গ্রামের ওমান প্রবাসী আব্দুস সালাম গত কয়েকদিন আগে বিদেশ থেকে দেশে ফিরেছেন। এই খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জামশেদ আলাম রানা উক্ত এলাকাগুলোয় যায় এবং তাদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করেন।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জামশেদ আলাম রানা জানান, প্রবাসীদে দেশে আসার কথা শুনে উপজেলার আন্দিকুমড়া, হামছায়াপুর, উত্তর সাহাপাড়া, ধড়মোকাম, বামিহাল নামক স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করে তাদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে। যারা নির্দেশ মানবেনা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
খবর২৪ঘন্টা/নই