শেরপুর(বগুড়া)প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নে ১০ টাকা কেজি চাল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের হামছায়াপুুরে গিয়ে দেখা গেছে লাইন ধরে ১০ টাকা কেজি দরের চাল সংগ্রহ করছেন কার্ডধারীরা।
খাদ্যবান্ধব কর্মসুচীর ডিলার আলহাজ্ব আব্দুল আউয়াল জানান, সোমবার থেকে চাল বিক্রি শুরু হয়েছে। তার নিকট থেকে ৭১৮ জন কার্ডধারী ১০ টাকা কেজি দরে মাসে ৩০ কেজি চাল সংগ্রহ করছেন।
এই কর্মসুচী আগামী দুই মাস সপ্তাহের সোম, মঙ্গল ও বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত চলবে বলে তিনি জানান।
খবর২৪ঘন্টা/নই