শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুর পৌর শহরের হাজিপুর কলেজ রোড এলাকা দিয়ে শুক্রবার সকালে মহাসড়ক পার হওয়ার সময় ট্রলির চাপায় মহরম আলী (৬৮) নামের এক বৃদ্ধা নিহত হয়েছে।
জানা যায়, উপজেলার কুসুম্বি ইউনিয়নের হাপুনিয়া গ্রামের মৃত শহিদুলের ছেলে মহরম আলী শহরে তার ব্যাক্তিগত কাজ শেষ করে গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে বাড়ি ফেরার পথে ঢাকা-বগুড়া মহাসড়কের হাজিপুর কলেজ রোড এলাকা দিয়ে রাস্তা পার হওয়ার সময় ইট বোঝাই একটি ট্রলি তাকে চাপা দিলে সে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন ও ফায়ারসার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
শেরপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর কর্মকর্তা রতন ইসলাম জনান, হাজিপুর কলেজ রোড এলাকায় রাস্তা পার হওয়ার সময় ইট বোঝাই একটি ট্রলি চাপা দিলে সে গুরুতর আহত হলে চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
খবর২৪ঘন্টা/নই