শেরপুর(বগুড়া)প্রতিনিধি: বগুড়ার শেরপুরে প্রতারণার অভিযোগে ২০ মার্চ শুক্রবার রাতে শহরের উলিপুর এলাকা থেকে জেলা সৈনিকলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া তারেক বিদ্যুত (২৮) কে আটক করেছে থানা পুলিশ।
অভিযোগে জানা যায়, উপজেলার গাড়িদহ ইউনিয়নের মাগুড়গাড়ি গ্রামের আলতাব হোসেনের ছেলে শফিকুল ইসলামের কাছ থেকে প্রায় এক বছর আগে আলু কেনার কথা বলে কুসুম্বী ইউনিয়নের জামুর গ্রামের রফিকুল ইসলাম ৪ লাখ টাকা হাতিয়ে নেয়। বিনিময়ে শফিকুলকে একটি বøাংক চেক দেন। আলু ও অথবা টাকা ফেরত না দেয়ায় গত পাঁচ মাস আগে শেরপুর থানায় একটি অভিযোগ দেয়। তাতেও টাকা ফিরে না পেলে খামারকান্দি ইউনিয়নের দামুয়া গ্রামের আলতাব হোসেনের ছেলে জেলা সৈনিকলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া তারেক বিদ্যুত শফিকুল কে টাকা তুলে দেয়ার কথা বলে চেকটি নিয়ে নেয়। পরে বিদ্যুত ১ লাখ ৬০ হাজার টাকা নিয়ে চেকটি রফিকুল ইসলাম কে দিয়ে দেয়। কয়েকমাস ধরে শফিকুল ইসলাম সৈনিকলীগ নেতার কাছে চেক ফেরত চাইলে সে নানা ধরনের হুমকি ধামকি দেয়। এরই এক পর্যায়ে বিদ্যুত তার সাংগো পাংগো নিয়ে গত মঙ্গলবার বাসষ্ট্যান্ডের রঙিলা বাজার এলাকায় শফিকুলকে মারধর করে। আহত শফিকুল ইসলাম বাদি হয়ে জাকারিয়া তারেক বিদ্যুত ও রফিকুল ইসলামের বিরুদ্ধে গত মঙ্গলবার শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দেয়। অভিযোগের প্রেক্ষিতে অনেক খোজাখুজির পর গত শুক্রবার রাত ৯ টার দিকে শহরের উলিপুর আমেরিয়া সমতুল্যাহ মহিলা ফাজিল মাদ্রাসার গেট থেকে তাকে আটক করে পুলিশ।
এ ব্যাপারে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, অভিযোগের প্রেক্ষিতে তাকে থানায় আনা হয়েছে। অপরাধ প্রমানিত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
খবর২৪ঘন্টা/নই