শেরপুরে(বগুড়া)প্রতিনিধি: ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর পৌর শহরের হাজীপুর এলাকায় গাড়ী ভাংচুর করায় গত রোববার সন্ধ্যায় জনগনের সহযোগিতায় শেরপুর থানা পুলিশ আন্ত জেলা চোর আব্দুল হালিমকে (২৫) হাতে নাতে আটক করেছে।
জানা গেছে, উপজেলার গাড়িদহ মডেল ইউনিয়নের গাড়িদহ গ্রামের মৃত হাফিজার রহমানের ছেলে ৮টি চুরি মামলা ও অন্য একটি মামলায় দেড় বছরের সাজাপ্রাপ্ত আসামী মো.আব্দুল হালিম সন্ত্রাসী কায়দায় গত রোববার সন্ধ্যা ৭ টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর পৌর শহরের হাজীপুর এলাকায় গাড়ী ভাংচুর করছিল। এসময় শেরপুর থানা খবর পেয়ে এএসআই রফিকুল ইসলাম ও পুলিশ সদস্য নূর ইসলাম তাকে আটক করতে গেলে পুলিশ সদস্যদের মারধর করে পালিয়ে যাওয়ার সময় সাধারণ লোকজন চোর হালিমকে আটক করে।
এ ব্যাপারে শেরপুর থানার এএসআই রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে হালিমকে আটক করতে গেলে সে আমাকে ও আমার সাথে থাকা কনস্টেবল নূর ইসলামকে বেলচা দিয়ে আঘাত করে।
এ প্রসঙ্গে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর বলেন, কয়েক মাস আগে একটি চুরির মামলায় হালিমকে আটক করে কোর্টে নিয়ে গেলে সেখান থেকে পালিয়ে যাওয়ায় তার বিরুদ্ধে বগুড়া সদর থানায় একটি মামলা দায়ের হয়। এবং তার বিরুদ্ধে ৮টি চুরি মামলাসহ অন্য একটি মামলায় তার দেড় বছরের সাজা রয়েছে।
খবর২৪ঘন্টা/নই
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।