শেরপুর(বগুড়া)প্রতিনিধি: বগুড়ার শেরপুরে সরকারি ১০ টাকা কেজির চাল কালোবাজারির মামলায় ২৭ এপ্রিল সোমবার দুপুরে রফিকুল ইসলাম (৪০) আটক করে শেরপুর থানা পুলিশ।
জানা যায়, গত ১৪ এপ্রিল সরকারি ১০ টাকা কেজির চাল হামছায়াপুর এলাকায় পরিত্যাক্ত অবস্থায় একটি ভ্যানের উপর থেকে উদ্ধার করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. জামশেদ আলাম রানা। পরে ২০ এপ্রিল ভূমি অফিসের পেশকার বাবুল আকতার বাদি হয়ে শেরপুর থানায় অজ্ঞাতদের বিরুদ্ধে একটি এজাহার দায়ের করেন। এ ঘটনায় শেরপুর থানা পুলিশের এস আই আতিকুল ইসলাম ও এএস আই আক্কাস আলী গোপন সংবাদ পেয়ে ২৭ এপ্রিল দুপুর আড়াইটার দিকে শাহবন্দেগী ইউনিয়নরে শেরুয়াপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে মৃত ছামসুল হকের ছেলে রফিকুল ইসলামকে আটক করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর বলেন, সরকারি ১০ টাকা কেজির চাল কালোবাজারির সাথে জরিত থাকায় তাকে আটক করা হয়েছে।
খবর২৪ঘন্টা/বিআ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।