শেরপুর (বগুড়া) প্রতিনিধি: আগামী ২০২১ সালের ১৬ জানুয়ারি দ্বিতীয় পর্যায়ে অনুষ্ঠিতব্য ৫৫টি পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন চূড়ান্ত করেছে বড় দুই রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামীলীগ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
জানা যায়, দেশে দ্বিতীয় দফায় ৫৫টি পৌরসভা নির্বাচনে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বগুড়ার শেরপুর পৌরসভার মেয়র পদে চূড়ান্ত মনোনয়ন পেয়ে আওয়ামীলীগের নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করবেন বর্তমান মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আব্দুস সাত্তার, ও বিএনপি থেকে মনোনয়ন পেয়ে ধানের শীষ নিয়ে নির্বাচন করবেন সাবেক মেয়র স্বাধীন কুমার কুন্ডু। শুক্রবার (১৮ ডিসেম্বর) রাতে দুই দল এ তথ্য নিশ্চিত করেছে।
এ বিষয়ে আওয়ামীলীগের মেয়র পদে চূড়ান্ত মনোনয়ন প্রাপ্ত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আব্দুস সাত্তার জানান, আমার প্রতি মাননীয় প্রধানমন্ত্রীর বিশ্বাস ও আস্থা আছে বলেই আমাকে আবার মেয়র পদে মনোনয়ন দিয়েছেন। আমার প্রতি আস্থা রাখায় তার প্রতি আমি কৃতজ্ঞ। আমি তার বিশ^াসের মর্যাদা রাখার চেষ্টা করব।
এ প্রসঙ্গে জানতে চাইলে বিএনপি থেকে মেয়র পদে মনোনয়ন চূড়ান্ত প্রার্থী স্বাধীন কুমার কুন্ডু বলেন, দল আমাকে প্রার্থী হিসেবে সিলেকশন করায় দলের প্রতি আমি কৃতজ্ঞ। যদি নির্বাচন অবাদ, সুষ্ঠু, নিরপেক্ষ হয় এবং ভোটার যদি ভোট দিতে পারে তাহলে আমাদের নিশ্চিত বিজয় হবে।
জেএন