শেরপুর(বগুড়া)প্রতিনিধি: বগুড়ার শেরপুরে ভাই-বোন সেনেটারী দোকান ও মহাজনের বাড়ি থেকে মায়ের সহযোগিতায় প্রায় ১৮ লাখ টাকা নিয়ে উধাও হওয়ার ঘটনায় রোববার রাতে শেরপুর থানায় প্রতিষ্ঠানের ম্যানেজার রাসেল আহম্মেদ (২৩) ও মা কাঞ্চন বিবি’র (৪০) বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রতিষ্ঠানের মালিক।
জানা যায়, শেরপুর পৌর শহরের খন্দকারপাড়া এলাকার রেজাবুল হকের ছেলে নবীর উদ্দিন খন্দকার টোলার গেট এলাকায় ভাই-বোন সেনেটারী এ্যান্ড সাúøাইয়ার্স এর দোকান দিয়ে ব্যবসা করে আসছিল। প্রায় ৮ বছর পূর্বে সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার হাটশিরা গ্রামের জয়নাল আবেদিনের ছেলে রাসেল আহম্মেদ ম্যানেজার হিসেবে ওই দোকানে যোগদান করে। কাজের গতি দেখে নবীর উদ্দিন তার উপর সন্তুষ্ট হয় এবং দোকান ও বাড়ির সকল চাবির ১ সেট তার কাছে রেখে দেয়। ২৮ ফেব্রæয়ারি শুক্রবার রাসেলের মা কাঞ্চন বিবি কৌশলে নবীর উদ্দিনের পরিবার নিয়ে বগুড়া সদর উপজেলায় বিয়ের দাওয়াত খেতে যায়। এই সুযোগে বাড়ি ফাঁকা পেয়ে দোকানের ড্রয়ারে থাকা ৫ লাখ, নিজের কাছে থাকা (ব্যবসার) ৬ লাখ, বাড়ির আলমারিতে ১ লাখ ও ১০ ভরি স্বর্ণের গহনা যার মূল্য ৬ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। অনেক খোজাখুজি করে রাসেলকে না পেলে গত ৮ মার্চ রোববার রাতে নবীর উদ্দিন বাদি হয়ে রাসেল আহম্মেদ ও তার মা কাঞ্চন বিবির বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
খবর২৪ঘন্টা/নই