শেরপুর(বগুড়া)প্রতিনিধি: মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসাবে বগুড়ার শেরপুরের ৪৭৭ টি মসজিদের প্রতিটি মসজিদে ৫ হাজার টাকার চেক বিতরণের উদ্বোধন করা হয়েছে। ২৩ মে শনিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে এ চেক বিতরণ করা হয়।
এ সময় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব হাবিবর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মজিবর রহমান মজনু, উপজেলা নির্বাহী অফিসার মোঃ লিয়াকত আলী সেখ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব আব্দুস সাত্তার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বগুড়া বারের সভাপতি অ্যাডভোকেট গোলাম ফারুক, শেরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির, শেরপুর উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ আবু রায়হান,ইসলামিক ফাউন্ডেশনের শেরপুর উপজেলা ফিল্ড সুপারভাইজার শফিক মাহমুদ, আঃলীগ নেতা সৈয়দ শামীম ইফতেখার প্রমুখ উপস্থিত ছিলেন ।
খবর২৪ঘন্টা/নই