শেরপুর(বগুড়া)প্রতিনিধি: ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুরের গাড়িদহ এলাকায় গত মঙ্গলবার রাতে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজেস্ট্রেট ভ্রাম্যমান আদালত বসিয়ে ১৯টি যানবাহনকে জরিমানা করেছেন।
জানা যায়, করোনা ভাইরাস থেকে সুরক্ষা থাকতে বগুড়া জেলাকে লকডাউনের আওতায় আনা হয়েছে। তারপরও কিছু অসচেতন মানুষ যানবাহনে অতিরিক্ত ভাড়া দিয়ে রাজধানী থেকে বিভিন্ন জেলায় আসছে। এমন সংবাদের ভিত্তিতে শেরপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজেস্ট্রেট মো. জামসেদ আলাম রানা ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুরের গাড়িদহ এলাকায় গত মঙ্গলবার রাত ১০টার দিকে ভ্রাম্যমান আদালত বসিয়ে ১৯টি যানবাহনকে ৩৭ হাজার ৫শ টাকা জরিমানা করেন।
খবর২৪ঘন্টা/নই
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।