শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরের ইটালি গ্রামে বাড়ির গেটের সামনে গত ৫ জানুয়ারী মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র কুপিয়ে রড ও সিমেন্ট ব্যবসায়ী ফরিদুল ইসলাম(৪০)কে হত্যা করেছে ।জানা যায়, উপজেলার ভবানীপুর ইউনিয়নের ইটালি গ্রামের মৃত কোরবান আলীর ছেলে রড সিমেন্ট ব্যবসায়ী ফরিদুল ইসলামের স্ত্রী ইসমোতারা খাতুন ছোট ছেলেকে নিয়ে গত ৯ দিন আগে ঢাকায় তার মেয়ের বাসায় যায়। এই কারণে ফরিদুল বাড়িতে একাই থাকতেন। প্রতিদিনের মতো গত মঙ্গলবার সন্ধ্যায় ব্যবসায়ীক প্রতিষ্ঠান বন্ধ করে ছোনকা বাজার থেকে বাড়িতে যায়। এ সময় পূর্বে থেকে ওৎ পেতে থাকা
অজ্ঞাত দুর্বৃত্তরা তার বাড়ির ভিতরে ঢুকে প্রথমে ফরিদুলের মাথার পিছনে ধারালো অস্ত্র দিয়ে উপর্যপুরি আঘাত করে। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। ফরিদুলকে কুপিয়ে হত্যা করার সময় তার বাড়ির পাশের এক মেয়ের চিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে এগিয়ে আসার আগেই দূর্বৃত্তরা দ্রæত পালিয়ে যায়।
এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম শহিদ জানান, আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ উদ্ধার করে ময়না তদন্তর জন্য পাঠানো হয়েছে। কি কারণে হত্যা হয়েছে এখনো জানা যায় নাই।
জেএন