শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরের বিনোদপুর বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ২৮ ডিসেম্বর সোমবার গভীর রাতে আগুন লেগে ২টি দোকানে আগুন লেগে লাখ লাখ টাকা ক্ষতি হয়েছে। জানা যায়, উপজেলার সুঘাট ইউনিয়নের বিনোদপুর গ্রামের সায়েদ আলীর ছেলে সুলতান মাহমুদ (সাইমা ষ্টোর) ও একই এলাকার আনোয়ারের ছেলে সুজন (ভাই বোন ষ্টোর) প্রতিদিনের ন্যায় সোমবার রাত ১০ টার দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়।
রাতের কোনো এক সময় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে ভাইবোন ষ্টোরের মালামাল পুরে ছাই হয় এবং নগদ ৪১ হাজার ৪শ টাকা পুড়ে যায়। এতে প্রায় সাড়ে চার লক্ষ টাকার ক্ষতি হয়। আগুন ছড়িয়ে পরলে পাশের দোকান সুলতান মাহমুদের সাইমা ষ্টোরে কীটনাশক, সিমেন্ট ডিজেল তেল সাড়সহ নগদ টাকাসহ প্রায় ৯ লাক্ষ টাকার ক্ষতি হয় । খবর পেয়ে দ্রুত শেরপুর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে শেরপুর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স রতন হোসেন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। এবং পাশের তিনটি দোকান রক্ষা করা হয়।
জেএন