শেরপুর(বগুড়া)প্রতিনিধি:বগুড়ার শেরপুরের বিরইল পশ্চিমপাড়া এলাকায় বিদ্যুৎ বিভাগের উদাসীনতায় ঝুঁকিপুর্ণ ষ্টীলের বৈদ্যুতিক খুঁটি মেরামত না করার কারণে সোমবার সকালে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেছে এক গরুর।
এলাকাবাসী অভিযোগ করে বলেন, ২০০৫ সালে বিরইল পশ্চিমপাড়া এলাকায় বেশ কয়েকটি ষ্টীলের খুঁটি দিয়ে এলাকায় বিদ্যুৎ সংযোগ দেয়া হয়। বর্তমানে স্টীলের খুঁটিগুলোতে মরিচা ধরে চরম ঝুঁকিপুর্ণ হয়ে পড়েছে। যেকোন সময় ভেঙ্গে পড়ে বড় ধরণের দূর্ঘটনার আশঙ্কা রয়েছে। এর আগেও উক্ত স্থানে এক নারীসহ দুইজন বিদ্যুতায়িত হয়ে আহত হওয়ার ঘটনা ঘটেছিল। খুঁটিগুলো অপসারণ করা খুবই জরুরী বলে তারা জানান।
ভুক্তভোগী স্থানীয় ইউপি সদস্য এসএম রশিদুল ইসলাম আলো জানান, আমার স্ত্রী সকালে বাছুর (গরু) টিকে পানি খাওয়াতে নিয়ে যাবার সময় খুঁটির সঙ্গে লেগে বিদ্যুতায়িত হয়। তখন আমার ছেলে জোবায়ের আলম প্রতিবেশী আব্দুর রহিম গরুটিকে বাঁচানোর জন্য এগিয়ে আসলে তারাও বিদ্যুতায়িত হয়। পরে ঘটনাস্থলেই গরুটি মারা যায়।
এ ব্যাপারে শেরপুর উপজেলা বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ নেসকো’র আবাসিক প্রকৌশলী আব্দুল খালেকের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, দীর্ঘ এলাকায় সংযোগ থাকায় জনসাধারণকে সেবা দিতে আমরা হিমশিম খাচ্ছি। বিষযটি জানার পর মেরামতের জন্য লোক পাঠিয়েছিলাম।
খবর২৪ঘন্টা/নই