শেরপুর(বগুড়া)প্রতিনিধি:আদালতে চলমান মামলার প্রকৃত তথ্য উপেক্ষিত করে শিক্ষাবোর্ডে একটি চিঠি নিয়েই বরখাস্তকৃত প্রধান শিক্ষক নুর মোহাম্মদ আলী ভাড়াটে সন্ত্রাসী নিয়ে বিদ্যালয় চত্ত¡রে মহড়া দিয়ে এলাকায় ভীতি সৃষ্টির অভিযোগ উঠেছে।
তাছাড়া বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অনুস্থিতিতেই অফিস সহকারির সহযোগীতায় পুন:যোগদান প্রক্রিয়ায় কাগজপত্র তছনছ করার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। ঘটনাটি ২৫ জুন বৃহস্পতিবার সকালে বগুড়ার শেরপুরে দোয়ালসাড়া উচ্চ বিদ্যালয়ে ঘটেছে।
জানা যায়, উচ্চ আদালতে মামলা অদ্যবধি চলমান ও আপীল এন্ড আরবিট্রেশনের সভার সিদ্ধান্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতিকে অবগত নোটিশ দেইনি রাজশাহী শিক্ষাবোর্ড। এ সত্বেও বরখাস্তকৃত প্রধান শিক্ষককে স্বপদে বহাল ও বকেয়া বেতন ভাতাদি প্রদানের জন্য নির্দেশ দিয়েছে শিক্ষাবোর্ড।
এমন ঘটনা ঘটেছে বগুড়ার শেরপুরে দোয়ালসাড়া উচ্চ বিদ্যালয়ের বরখাস্তকৃত প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতির পদ নিয়ে সৃষ্ট দ্ব›েদ্ব। তবে ম্যানেজিং কমিটির সভাপতি পদ বাতিল কিম্বা বরখাস্তকৃত প্রধান শিক্ষকের বেতনভাতা ও স্বপদে যোগদানের চিঠি এখনো তাঁর কাছে পৌছেনি বলে দাবী করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখ।
এ ব্যাপারে বরখাস্তকৃত প্রধান শিক্ষক নুর মোহাম্মদ আলী বলেন, ২৪ জুন ৩/এস/৪৭/৪৮৯ স্মারকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী’র বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আমাকে স্বপদে বহাল ও বকেয়া বেতন ভাতাদি প্রদানের জন্য নির্দেশ দেয়। এর প্রেক্ষিতে আমি উপজেলার কয়েকজন প্রধান শিক্ষক সহযোদ্ধা হিসেবে নিয়ে যোগদান ও কাগজপত্র ঠিকঠাক করার জন্য বিদ্যালয়ে গিয়েছিলাম।
এ নিয়ে একই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু সুফিয়ান বলেন, করোনার পরিস্থিতিতে বিদ্যালয়ের সাধারণ ছুটি রয়েছে। সেক্ষেত্রে বরখাস্তকৃত প্রধান শিক্ষক আমাকে না জানিয়ে এমনকি উপজেলা নির্বাহী কর্মকর্তার কোন আদেশ ছাড়াই বিদ্যালয় চত্বরে মহড়া ও অফিস সহকারির মাধ্যমে বিদ্যালয় কক্ষ খোলা আইন পরিপন্থি।
এ ব্যাপারে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রাসেদুল ইসলাম রাজু বলেন, আদালতে মামলা চলমান থাকা সত্বেও কিভাবে শিক্ষাবোর্ড ওই বরখাস্তকৃত প্রধান শিক্ষকের বেতনভাতা ও স্বপদে যোগদানের নির্দেশ দেয় এটা বোধগম্য নয়। তবে উচ্চ আদালতে মামলা চলমান ও সরকারি কৌশুলির(জিপি) মতামতের ভিত্তিতে অদ্যবধি সভাপতি পদে আমি রয়েছি।
এক্ষেত্রে উপজেলা নির্বাহী কর্মকর্তা কি পদক্ষেপ নিবেন তা আমার জানা নাই? তবে বরখাস্তকৃত প্রধান শিক্ষক নুর মোহাম্মদ আলী তার ভাড়াটে সন্ত্রাসী বাহিনী নিয়ে যোগদানের উদ্দেশ্য বিদ্যালয় চত্বর ও এলাকায় মহড়া দেয়ায় এলাকায় ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
এ প্রসঙ্গে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ বলেন, দোয়ালসাড়া উচ্চ বিদালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক নিয়ে দ্ব›দ্ব চলছে বলে জানি।
শিক্ষাবোর্ড সম্প্রতি আমার বরাবরে বরখাস্তকৃত প্রধান শিক্ষকের বেতনভাতা ও স্বপদে যোগদান সংক্রান্ত একটি চিঠি অনলাইন মারফত অবগত হয়েছি, তাছাড়া অফিশিয়ালভাবে চিঠি পাইনি। তবে উভয় পক্ষের কাগজপত্র পর্যালোচনাপূর্বক প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া হবে বলে দাবী করেন ওই কর্মকর্তা।
খবর২৪ঘন্টা/ এএইচআর