শেরপুর(বগুড়া)প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর-জামাইল-রানীরহাট আঞ্চলিক সংযোগ সড়কের মাথায় অতিবৃষ্টি ও অনাবৃষ্টিতে সড়কটি ভারী বর্ষণে বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। এতে করে রাস্তাটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় যানবাহন ও সাধারন মানুষের চলাচলে নানা প্রতিবন্ধকতাসহ চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে।
এদিকে উপজেলার স্থানীয় সরকারের পাশাপাশি মির্জাপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের পাশর্^ সড়কের নানা খানাখন্দকগুলো নিজস্ব অর্থায়নে ভরাট করে যানবাহন ও মানুষের চলাচল উপযোগী করে দেয়ার চেষ্টা করছেন এলাকার এক সমাজসেবক। তিনি বগুড়ার শেরপুর মির্জাপুর ইউনিয়নের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ আব্দুল হান্নান তালুকদার। ইউনিয়নের বিভিন্ন গ্রামের খানা-খন্দকসহ নানাবিধ সমস্যায় ভরা রাস্তাগুলো স্থানীয় সরকারের পাশাপাশি সংস্কারের উদ্যোগ নিয়ে সুনামও কুঁড়িয়ে চলছে।
এ ব্যাপারে উপজেলার মির্জাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ আব্দুল হান্নান তালুকদার জানান, উপজেলার মির্জাপুর ইউনিয়নের বিভিন্ন রাস্তায় নানা খানা খন্দকে চলাচলে বেহাল দশায় পরিণত হয়েছে। কিছু কিছু রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়ায় মানুষের ভোগান্তি বেড়েছে। আমি ব্যক্তিগতভাবে অর্থ ব্যায় করে কিছু কিছু খানা-খন্দক ইট-বালি-খোয়া দিয়ে ভরাট করে মানুষের চলাচলের উপযোগী করে দেয়ার চেষ্টা করছি। তিনি তার ব্যক্তিগত অর্থায়নে ইউনিয়নের বিভিন্ন গ্রামের রাস্তায় কমপক্ষে ৩ লক্ষাধিক টাকার কাজ করেছেন। তবে রাস্তায় বড়-বড় কিছু খানা খন্দক ভরাট বা সংস্কারে ব্যক্তিগত অর্থ দিয়ে কাজ করা সম্ভব নয়। সেক্ষেত্রে উপজেলা প্রশাসনের সহযোগীতা চেয়ে আবেদন করা হয়েছে।
এ বিষয়ে এ সড়ক দিয়ে যাতায়াতকারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের ভাদড়া গ্রামের ইছানুর রহমান, তালতা গ্রামের আব্দুল মান্নান মাকেজ জানান, সমাজে আব্দুল হান্নান ভাইয়ের মত অনেক লোক রয়েছেন। কিন্তু তারা মানুষের কল্যানের কথা ভাবেন না। অটোরিকশাচালক ইব্রাহিম আলী জানান, মির্জাপুর-রানীরহাট আঞ্চলিক সড়ক মোটামুটি ব্যস্ততম রাস্তা। এবার বৃষ্টিতে রাস্তা ভেঙে গেলে সড়ক ও জনপথ বিভাগের কেউ খবরও নেয়নি। ইউনিয়ন আওয়ামীল নেতা আব্দুল হান্নান তালুকদার মানুষের ভোগান্তির কথা ভেবে এগিয়ে এসেছেন। তার ব্যাতিক্রমী উদ্যোগ গ্রহন করায় ভুক্তভোগী এলাকাবাসীরা ধন্যবাদ জানিয়েছেন।
খবর২৪ঘন্টা/নই