1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
শেরপুরে ঘরবন্দী মানুষের জন্য পুলিশের সূলভে ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্র - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ১২ মে ২০২৫, ০৭:২৩ পূর্বাহ্ন

শেরপুরে ঘরবন্দী মানুষের জন্য পুলিশের সূলভে ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্র

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০


শেরপুর(বগুড়া প্রতিনিধি: দিনে দিনে করোনার সংক্রমন বাড়ছে। মানুষকে ঘরে রাখতে তৎপর রয়েছেন প্রশাসন। এদিকে ঘরে থাকার কারণে আয়ের পথ বন্ধ হচ্ছে। সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কিনতে গুনতে হচ্ছে অতিরিক্ত অর্থ। তাইতো বগুড়া জেলা লকডাউন চলাকালীন সময়ে ঘরবন্দী মানুষদের নিত্যপ্রয়োজনীয় সামগ্রী স্বল্পমূল্যে বাড়ি বাড়ি পৌছে দিতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহন করেছেন শেরপুর থানা পুলিশ। এ সহায়তার লক্ষ্যে আজ শুক্রবার বেলা ১১টায় শেরপুর শহরের ধুনট মোড় এলাকায় জেলা পুলিশের উদ্যোগে শেরপুর থানা পুলিশের আয়োজনে সুলভমুল্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ভ্রাম্যমান বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) মো. গাজীউর রহমান।
এ সময় শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবীর, পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ, টাউন পুলিশ পরিদর্শক হারুন অর রশিদ, ট্রাফিক পুলিশ পরিদর্শক মুহা. জাহিদ হোসেনসহ পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনকালে অতিরিক্ত পুলিশ সুপার গাজীউর রহমান জানান, করোনা ভাইরাসের সংক্রমন ঠেকাতে ঘরবন্দী মানুষের কাছে সুলভমুল্যে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী তুলে দেবার লক্ষ্যে এই কার্যক্রম হাতে নেয়া হয়েছে। প্রথম পর্যায়ে শেরপুর পৌর শহরের ৯টি ওয়ার্ডে পুলিশের তত্ত¡াবধানে গাড়ি থেকে ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের মাধ্যমে নিত্যপণ্য যেমন, চাল, চিনি, লবন, তেল, সাবান, ডাল, আলু, পিয়াজসহ ১৯টি আইটেমের দ্রব্য বিক্রি করা হবে। এবং যার মূল্য হবে বাজার মুল্যের চেয়ে অনেকটা কম।
তিনি আরো বলেন, এ ভ্রাম্যমান বিক্রয় কেন্দ্রের ফলে হাতের কাছে প্রয়োজনীয় জিনিস পেলে লকডাউন চলাকালে মানুষের বাজারে যাবার প্রবণতা কমবে। যার ফলে করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধ করা সম্ভব হবে। সেই সাথে তিনি করোনা ভাইরাস প্রতিরোধে সবাইকে ঘরে থাকার জন্য অনুরোধ করেন।
এ ছাড়াও পৌর শহরের পাশাপাশি উপজেলার প্রতিটি ইউনিয়নের ওয়ার্ড ভিত্তিক ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রী বিক্রয় করা হবে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

খবর২৪ঘন্টা/নই

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team