শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুর পৌর শহরের দক্ষিন সাহা পাড়া গ্রামে পারিবারিক কলহের জের ধরে গত সোমবার রাতে অশ্বিনী সরকার (৬৩) নামের এক বৃদ্ধ গ্যাসট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে।
জানা যায়, শেরপুর পৌর শহরের ৪নং ওয়ার্ডের দক্ষিন শাহা পাড়া গ্রামের পোকা সরকারের ছেলে অশ্বিনী সরকারের সাথে দীর্ঘদিন ধরে পরিবারের লোকজনের কলহ চলে আসছিল। এরই একপর্যায় গত সোমবার ১৬ নভেম্বর বিকালে আবারো পরিবারের লোকজনের সাথে ঝগড়া হয়। এই ক্ষোভে সে গ্যাসট্যাবলেট খায়। এতে সে অসুস্থ হয়ে পরলে পরিবারের লোকজন তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতলে চিকিৎসার জন্য ভর্তি করে দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ১টার দিকে সে মারা যান।
এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম শহিদ সত্যতা নিশ্চিত করে বলেন, এটি সদর থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।
জে এন