1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
শেরপুরে খাস সম্পত্তি হরিলুট করে দোকান নির্মাণ : নির্বিকার প্রশাসন - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ০৪ মে ২০২৫, ১০:১৩ পূর্বাহ্ন

শেরপুরে খাস সম্পত্তি হরিলুট করে দোকান নির্মাণ : নির্বিকার প্রশাসন

  • প্রকাশের সময় : বৃস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০

শেরপুর(বগুড়া)প্রতিনিধি : বগুড়ার শেরপুরের ছোনকা বাজারে সরকারের খাস সম্পত্তি নিয়ে চলছে স্থানীয় দখলবাজদের মধ্যে ভাগবাটয়ারা ও হরিলুট। গড়ে তুলছে স্থায়ী স্থাপনা । সম্প্রতি মহাসড়ক সম্প্রসারণে ওই বাজার এলাকায় দোকানদার বা স্থানীয় অধিবাসীদের স্থাপনা ভেঙ্গে ফেলা হয়। এরপ্রেক্ষিতে একই এলাকার সক্রিয় সিন্ডিকেট চক্র দিনের পর দিন সরকারের খাস সম্পত্তিগুলো স্থানীয় ব্যবসায়ীদের মাঝে মোটা অংকের অর্থের বিনিময়ে অবৈধভাবে পজিশন বিক্রি করছে। ফলে বেহাত  হচ্ছে সরকারি সম্পত্তি। এদিকে সরকারে সম্পত্তি বেদখল মুক্ত করতে উপজেলা প্রশাসন অনেকটাই নির্বিকার হয়ে পড়েছে বলে সচেতনমহল দাবী করেছেন।

৫ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার ভবানীপুর ইউনিয়নের ঢাকা-বগুড়া মহাসড়ক সংলগ্ন ছোনকা মৌজার ছোনকা বাজার এলাকায় একের পর এক জায়গা বেদখল করে চলছে।

সচেতন মহল থেকে একাধিক অভিযোগ দিলেও আমলে না নেয়ায় অভিযোগ উঠেছে খোদ উপজেলা প্রশাসনের বিরুদ্ধে।
এ বিষয়ে ছোনকা বাজার ব্যবসায়ী নেতা ও ছোনকা উ”চ বিদ্যালয়ের সভাপতি ফেরদৌস জামান মুকুল বলেন, বাজার এলাকার পুকুর পাড়ে খাস সম্পত্তিগুলোতে বাজার ব্যবসায়ী সমিতির মাধ্যমে মহাসড়কে সম্প্রসারন কাজে পরা ক্ষতিগ্র¯’ ব্যবসায়ীদের আপাতত ব্যবসার সুযোগ করে দেয়া হয়েছে।

আরেক বাজার ব্যবসায়ী নেতা ও সাবেক ইউপি সদস্য শাহজাহান আলী বলেন, ওই হাটের সম্পত্তিতে দোকানঘর তৈরি করে দিছে সংশ্লিস্ট হাটের ইজারাদার। তবে সমস্যয় পড়লে তাকে আমরা সহযোগীতা করি।

এ বিষয়ে সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা মোঃ মাহবুবুল হোসেন বলেন, ওই বাজার এলাকার সরকারি সম্পত্তিতে ঘর তুলতে নিষেধ করেছি। তবে ওইসব দখলবাজরা মানেনি। এ বিষয়ে আমি উর্দ্ধতন কর্তৃপক্ষ অবগত করেছি।
এ প্রসঙ্গে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিয়াকত আলী সেখ বলেন, সরকারি সম্পত্তি বেদখল হওয়ার বিষয়টি জেনেছি, দখলবাজদের বিরুদ্ধে আইনী বাবস্থা নেয়া হবে।

জে এন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST