শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরের ভাটরা গ্রামে রবিবার বিকালে মো. আমির হোসেন (৬০) নামের এক কৃষককে মারপিট করে ৫০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
জানা গেছে, শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের ভাটরা গ্রামের মৃত জসমত আলীর কৃষক আমির হোসেন (৬০) রবিবার বিকালে মির্জাপুর বাজার থেকে জমি বন্দকের টাকা নিয়ে বাড়ি ফেরার পথে বালার খালের নিকট পুর্ব শত্র“তার জের ধরে একই এলাকার বাবলু মিয়া ও তার ছেলে ইমরান সহ কয়েকজন তাকে মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় মারপিট করে ফেলে রেখে যায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। এ ব্যাপারে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে বলে জানা গেছে।
খবর২৪ঘণ্টা, জেএন