শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে কীটনাশক পান করে ফারজানা (১৪) নামের এক অষ্টম শ্রেনীর ছাত্রী আত্মহত্যা করেছে। এ ব্যাপারে শেরপুর থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।
শেরপুর থানার এসআই আতোয়ার রহমান জানান, শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের ঝাঁজর উত্তরপাড়া গ্রামের আসাদুজ্জামান ফরিদের মেয়ে ফারজানা খাতুন বৃহস্পতিবার রাত ৮টার দিকে বাড়িতে কেউ না থাকার সুযোগে কীটনাশক পান করে অসুস্থ হয়ে পড়ে। এরপর তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেবার পথে তার মৃত্যু হয়।
বৃহস্পতিবার রাতে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। শুক্রবার সকালে নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে। তবে তার আত্মহত্যার সঠিক কোন কারণ জানা যায়নি।
খবর২৪ঘণ্টা, জেএন