শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুর শহরের দুবলাগাড়ী এলাকায় কিস্তির টাকা পরিশোধ করতে না পেরে মো. স্বপন হোসেন (২৫) নামের এক যুবক গলায় গামছা পেচিঁয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
সে দুবলাগাড়ী পুকুরপাড় এলাকার মো. আজিজার রহমানের ছেলে। এলাকাবাসী জানান, একসন্তানের জনক স্বপন তার ক্ষুদ্র ব্যবসা পরিচালনার জন্য চড়া সুদে ঋণ নেয়। কিন্তু ঋণের কিস্তির টাকা সময়মত পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় মঙ্গলবার বেলা ১২টার দিকে সে নিজ ঘরে গলায় গামছা পেচিঁয়ে আত্মহত্যা করে।
পরিবারের লোকজন তাকে ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করে হাসপাতালে নিলে কতর্ব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
খবর২৪ঘণ্টা, জেএন