শেরপুর(বগুড়া)প্রতিনিধি: বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবর্ষে দরিদ্র বিমোচনে বৃহস্পতিবার বিকেল ৫টায় বগুড়ার শেরপুর পৌর শহরের সান্যাল পাড়া এলাকায় প্রান্তিক ৫টি পরিবারের মাঝে বিনামূল্যে গাভী বিতরন করা হয়। এসময় শেরপুর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাভী বিতরণ করেন বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি ও শেরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান মজনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেটেরিনারি সার্জন ডা: মো.রায়হান,শহর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সুলতান মাহামুদ,হরিশংকর সাহা,নিমাই ঘোষ প্রমুখ। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সোপান উন্নয়ন সংগঠনের নির্বাহী পরিচালক বীরেন দাস সুজন।
খবর২৪ঘন্টা/নই