শেরপুর(বগুড়া)প্রতিনিধি: বগুড়া র্যাব-১২ শেরপুরের শহরের কলেজ রোড এলাকায় গত বুধবার রাতে বিশেষ অভিযান চালিয়ে ৮০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়িকে আটক করেছে।
আটককৃতরা হলেন, মো. হাবিব শেখ (২৯), মো. খলিল ফকির (৩৭) ও মো. তৌহিদুল ইসলাম মোহন (৩৪)।
জানা গেছে, শেরপুর শহরের পশ্চিম দত্তপাড়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে মো. তৌহিদুল ইসলাম মোহন দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছিল। মাদক ব্যবসা করে তৌহিদুল প্রচুর অর্থের মালিক হয়ে পরবর্তীতে সে উপজেলার খন্দকারটোলা গ্রামের আবু মুসার ছেলে মো. হাবিব শেখ ও শহরের উলিপুর পাড়া গ্রামের রজক আলীর ছেলে মো. খলিল ফকিরকে দিয়ে মাদকের ব্যবসা করে আসছে। এরই ধারাবাহিকতায় গত বুধবার (০৪ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে কলেজ রোড এলাকায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রি করছিল। এ সময় বগুড়া র্যাব-১২ গোপন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালিয়ে ৮০ পিস ইয়াবা, চারটি মোবাইল, ছয়টি সিম এবং নগদ দুই হাজার এক’শ টাকাসহ তাদের তিনজনকে আটক করে।
র্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. রওশন আলী (সহকারী পুলিশ সুপার) বলেন, আটককৃতরা দীর্ঘদিন ধরে বগুড়ার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বগুড়া শেরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
খবর২৪ঘন্টা/নই