শেরপুর(বগুড়া)প্রতিনিধি: উৎসবমুখর পরিবেশে জনপ্রিয় ও দর্শকনন্দিত আনন্দ টিভি’র ২য়বর্ষ পূর্তি ও ৩য়বর্ষে পদার্পণ উপলক্ষে বগুড়ায় আনন্দশোভা যাত্রা, কেক কর্তন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে ১১ মার্চ বুধবার সকাল ১০টায় জনপ্রিয় ও দর্শকনন্দিত আনন্দ টিভি’র ২য়বর্ষ পূতি আনন্দশোভা শেরপুর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনাসভায় মিলিত হয়ে কেক কর্তন করেন উপজেলা প্রশাসন ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।
আনন্দ টিভি’র বগুড়া প্রতিনিধি(দক্ষিণ) বাধন কর্মকার কৃষ্ণের আয়োজনে আলোচনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার(ভূমি) জামশেদ আলাম রানা, শেরপুর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) আবুল কালাম আজাদ, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ¦ সাইফুল বারী ডাবলু, বগুড়া জেলা পরিষদ সদস্য মোস্তাফিজার রহমান ভূট্টো, উপজেলা ভেটেরিনারী সার্জন ডা. মো. রায়হান।
সাংবাদিক নাহিদ হাসান রবিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সাপ্তাহিক তথ্যমালা পত্রিকার সম্পাদক সুজিত বসাক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুবীর কুমার পাল, পল্লী সঞ্চয় ব্যাংক শেরপুর শাখার ব্যবস্থাপক মিজানুর রহমান, শেরপুর সরকারি ডিজে হাইস্কুলের প্রধান শিক্ষক আখতার উদ্দিন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক কুমার সরকার, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শরীফ, মাইটিভি’র উপজেলা প্রতিনিধি শামীম সরকার বিদ্যুৎ, সাংবাদিক রাশেদুল হক, বাদশা আলম, পরিমল বসাক, সৌরভ অধিকারী শুভ, সাখাওয়াত হোসেন জুম্মা, আব্দুল ওয়াদুদসহ অন্যান্য গণমাধ্যমকর্মী ও সুধিজন উপস্থিত ছিলেন।
অপরদিকে আনন্দ টিভি’র ২য়বর্ষ পূতি দিবসে বাংলাদেশ টেলিভিশনের বগুড়া প্রতিনিধি শাহ মো. ইলিয়াস লেলিন ও তার ক্যামেরা পার্সন জুয়েল রানা শেরপুর উপজেলা প্রেসক্লাবে এসে আনন্দ টিভি’র বগুড়া প্রতিনিধি বাধন কর্মকার কৃষ্ণকে ফুলেল শুভেচ্ছা জানান।
খবর২৪ঘন্টা/নই