শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে পৌর আইনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে কলেজরোড এলাকায় ৫তলা ভবন নির্মাণ করায় একাবাসি বাদি হয়ে গতকাল শনিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে জাহিদ সাইকেল ষ্টোরের মালিক জাহিদুল ইসলামের বিরুদ্ধে।
জানা যায়, শেরপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের শ্রীরামপুর এলাকার ছোরহাব উদ্দিনের ছেলে জাহিদুল ইসলাম জাহিদ ৫তলা ভবন নির্মাণ করছেন। পৌর আইন অনুযায়ী ভবন নির্মাণের জন্য চারপার্শ্বে ৩ ফিট করে ছেড়ে ভবন নির্মাণ করতে হবে। পৌর আইন অনুযায়ী ৩ ফিট করে না ছেড়ে জনসাধারনের চলাচলের রাস্তা বন্ধ করে বহুতল ভবন নির্মাণ করছে। এমনকি রাস্তার মাঝখানে সাবমার্সিবল বসে রাস্তা বন্ধ করেছে। এলাবাসী পৌর আইন মেনে কাজ করার কথা বললে তাদেরকে বিভিন্নভাবে হুমকি প্রদান করছেন।
এলাকাবাসী সেকেন্দার আলী, জাহাঙ্গীর, ইমরান, সাইদুর, আলেয়া সুইটিসহ অনেকে জানান, পৌর আইনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে জোর করে বহুতল ভবন নির্মান করছেন। আমরা বলতে গেলে আমাদেরকে বিভিন্ন সময় বিবিন্নভাবে হুমকি দিয়ে আসছে।
এ বিষয়ে জাহিদুল ইসলাম জাহিদের কাছে জানতে চাইলে ব্যস্ততা দেখিয়ে এরিয়ে যান।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখ জানান, পৌর আইন অমান্য করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
খবর২৪ঘন্টা/নই