শেরপুর(বগুড়া)প্রতিনিধি: বগুড়ার শেরপুরের খামারকান্দিতে নোভেল করোনা ভাইরাস প্রতিরোধে এলাকায় জনসচেতনতাবৃদ্ধিকল্পে আলোচনাসভা ও লিফলেট বিতরণ করা হয়েছে।
১৯ মার্চ বৃহস্পতিবার সকাল ১০টায় খামারকান্দি ইউনিয়ন পরিষদ হলরুমে ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাবের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
ইউপি সচিব সাজেদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শিক্ষক মো. আব্দুর রকিব, সাংবাদিক শফিকুল ইসলাম বাবলু, মাও: মো. ইসমাইল হোসেন, ফরিদ উদ্দিন, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, আফসার আলী, সহকারি স্বাস্থ্য পরিদর্শক মো. এহতেশাম, উপ-সহকারি কমিউনিটি মেডিক্যাল অফিসার তুহিনুর আরজু। এসময় অন্যান্যদের মধ্যে বীরমুক্তিযোদ্ধা আজিজার রহমান, আলহাজ¦ আব্দুর রহিম সরকার বুলু, আব্দুল আজিজ মাস্টার, আব্দুল্লাহ আল মোনায়েম, রোস্তম আলী, মাও: মো. মাহবুবুর রহমান, মাও: মো. আব্দুস কুদ্দুস, এনামুল হক মতি প্রমুখসহ স্থানীয় স্বাস্থ্য সহকারি পরিবার কল্যান কর্মী, সকল ইউপি সদস্য, ইউনিয়নের অর্ন্তগত সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, মসজিদের ইমাম, পুরোহিত এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় করোনা ভাইরাসের ভয়াবহতা, প্রতিরোধে সচেতনতামুলক আলোচনা এবং ইউনিয়নের বিভিন্ন গ্রামে লিফলেট বিতরণ করা হয়।
খবর২৪ঘন্টা/নই