খবর২৪ঘণ্টা.ডেস্ক: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডিলিট সম্মানে ভূষিত করবে আসানসোলের কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। একইসঙ্গে ডি-লিট দেওয়া হবে অভিনেত্রী শর্মিলা ঠাকুরকেও।
আগামী ২৫ মে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠানে বিশ্বভারতীর আচার্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একই মঞ্চে উপস্থিত থাকবেন শেখ হাসিনাও। নবনির্মিত বাংলাদেশ ভবনের উদ্বোধন করতে শান্তিনিকেতনে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এরপরের দিন অর্থাত্ ২৬ মে কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান। এখানেই ডি-লিট উপাধি দেওয়া হবে শেখ হাসিনা ও শর্মিলা ঠাকুরকে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপাল কেশরিনাথ ত্রিপাঠী।
২৬ মে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন। এই দিনে ডি-লিট সম্মান দেওয়া হবে ভাবা পরমাণু গবেষণা কেন্দ্রের বিজ্ঞানী এসএম ইউসুফকেও। ইতিমধ্যেই শেখা হাসিনা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে আসার সম্মতি জানিয়েছেন বলে সূত্রের খবর।
এর আগে অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী থাকাকালীন কাজী নজরুলের জন্মস্থান চুরুলিয়ায় এসেছিলেন শেখ হাসিনা। তবে এবার বিশ্ববিদ্যালয় থেকে তিনি চুরুলিয়া যাবেন কিনা, তা জানা যায়নি।
গত বছর সৌরভ গঙ্গোপাধ্যায় ও লেখক আনিসুজ্জামানকে ‘ডি-লিট’ সম্মান দিয়েছিল এই বিশ্ববিদ্যালয়।
সূত্র:kolkata24x7.com
খবর২৪ঘণ্টা.কম/জন
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।