খেলা ডেস্ক: অ্যাশলি নার্সের প্রথম বলেই তামিমকে স্ট্যাম্পিং করলেন দিনেশ রামদিন। ওই ওভারের চতুর্থ বলে সরাসরি বোল্ড হয়ে গেলেন সৌম্য সরকার। দুজনেই ডাক মেরেছেন। এরপর সাকিব ও লিটন দাস চড়াও হন ক্যারিবীয় বোলারদের ওপর।দুজনে ৩৮ রানের জুটি উপহার দেন। কিন্তু ২৪ রানে লিটন দাস বাউন্ডারি লাইনের কাছে আন্দ্রে ফ্লেচারের ক্যাচে পরিণত হলে আবারও হোঁচট খায় সফরকারীরা। আর পরের বলেই দারুণ এক ক্যাচে সাকিবকেও ফেরান কিমো পল। ফলে মাত্র ৪৩ রানেই ৪ উইকেট হারিয়ে চাপে পড়েছে সাকিব বাহিনী।
এর আগে ওয়ার্নার পার্কে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। আর প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টসে জয় পেয়েছে ক্যারিবীয়রা। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কার্লোস ব্রাথহোয়াইট। ফলে আগে ব্যাট করছে বাংলাদেশ।
বাংলাদেশের একাদশ:
তামিম ইকবাল, লিটন কুমার দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহীম, সাকিব-আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, আরিফুল হক, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, নাজমুল অপু, রুবেল হোসেন।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ:
কার্লোস ব্রাথহোয়াইট, এভিন লুইস, স্যামুয়েল বদ্রি, দিনেশ রামদিন, আন্দ্রে রাসেল, আন্দ্রে ফ্লেচার, মারলন স্যামুয়েলস, রুভমান পাওয়েল, অ্যাশলি নার্স, কিমো পল ও কেসরিক উইলিয়ামস।
খবর২৪ঘণ্টা.কম/জেএন